ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিবার-হেইলির প্রেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বিবার-হেইলির প্রেম

প্রেমের সাম্পানে ভাসছেন গায়ক জাস্টিন বিবার ও মডেল হেইলি ব্যাল্ডউইন। দু’জনই একথা স্বীকার করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবার জানান, হেইলিকে সত্যি সত্যি ভালোবাসেন তিনি। তার সঙ্গে সুযোগ পেলেই একান্তে সময় কাটান ২১ বছর বয়সী এই কানাডিয়ান তারকা।

বিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন হেইলিও। ১৯ বছর বয়সী এই মার্কিন মডেলের মতে, তার প্রেমিক মজার ও ভালো মনের মানুষ। হেইলির ভাষ্য, ‘ও সত্যিই মজার মানুষ। একসঙ্গে দারুণ সময় কাটে আমাদের। ও মিষ্টি একটা ছেলে। মনটাও ভালো। আমি ওকে ভালোবাসি। ’

কিছুদিন আগে গুঞ্জন ওঠে, বিবারকে হেইলি হুমকি দিয়ে প্রেমে নিবেদিত হতে বলেন, নয়তো তিনি সম্পর্ক রাখবেন না!

এর আগে মার্কিন গায়িকা সেলেনা গোমেজের সঙ্গে বিবারের গভীর প্রেম ছিলো। কিন্তু শেষ পর্যন্ত তা টেকেনি। এরপর আরও কয়েকজনের সঙ্গে বিবারের নাম জড়িয়েছে। মার্কিন অভিনেতা স্টিফেন ব্যাল্ডউইনের মেয়ের কাছে এসে আপাতত থিতু হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।