ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইটিভি থেকে আবদুস সোবহান গোলাপের পদত্যাগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ইটিভি থেকে আবদুস সোবহান গোলাপের পদত্যাগ

ঢাকা: একুশে টেলিভিশন (ইটিভি)’র ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান গোলাপ পদত্যাগ করেছেন। এস আলম গ্রুপের পক্ষ থেকে দেশের এই প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেলটির কর্তৃত্ব নেওয়ার পর তার মূল দায়িত্ব পান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ।



গত অক্টোবরে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে এস আলম গ্রুপ টেলিভিশন চ্যানেলটির শেয়ার এবং ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগোসহ এ-সংক্রান্ত সবকিছু কিনে নেয়। এরপর নভেম্বরের শেষভাগে একুশে টেলিভিশনের বোর্ডসভায়  চ্যানেলটির চেয়ারম্যান নির্বাচিত হনএস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। ভাইস চেয়ারম্যান মনোনীত হন আব্দুস সামাদ।

একই বোর্ডসভায় একুশে টেলিভিশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান আবদুস সোবহান গোলাপ।   এরপর তিন মাস অতিক্রান্ত হওয়ার আগেই গোলাপ তার পদ থেকে সরে দাঁড়ালেন।

দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময় ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমএমকে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।