ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রবিন ঘোষের মৃত্যুতে রুনা লায়লার শোক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
রবিন ঘোষের মৃত্যুতে রুনা লায়লার শোক রবিন ঘোষ ও রুনা লায়লা

প্রয়াত বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক রবিন ঘোষের সুরে বিভিন্ন চলচ্চিত্রে অনেক কালজয়ী গান গেয়েছিলেন রুনা লায়লা। নিজের গানের সুরকারের প্রয়াণে তাই শোকাচ্ছন্ন তিনি।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে নিজের বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান রবিন ঘোষ। তার বয়স হয়েছিলো ৭৭ বছর। এদিন ফেসবুক স্ট্যাটাসে রুনা লিখেছেন, ‘আজ আমরা সংগীতের আরেকজন কিংবদন্তি রবিন ঘোষ দাকে হারালাম। তার প্রয়াণে আমি শোকাহত। তার আত্মা শান্তিতে থাকুক। স্বর্গে বিশেষ জায়গায় স্থান হোক তার। ’

সেই সঙ্গে রবিন ঘোষের সুরে গাওয়া ‘হামে খো কার বহত পাসতাওগে জব হাম নাহি হোঙ্গে’ গানটির কথা উল্লেখ করে রুনা বলেন, ‘তার সুর করা সবচেয়ে স্মরণীয় অসংখ্য গান গাওয়ার সুযোগ হয়েছিলো আমার। পাকিস্তানে তিনি যেসব ছবির সংগীত পরিচালনা করেছিলেন তার প্রায় সবকটিতেই আমি গেয়েছি। ’

রুনার সঙ্গে এ বিষয়ে রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজকে বললেন, ‘চার-পাঁচ দিন আগে শবনম (রবিন ঘোষের স্ত্রী) দিদির সঙ্গে কথা হলো। তখনই জানতে পেরেছি দাদার শরীরটা ভালো নেই। ইচ্ছে ছিলো যাবো। কিন্তু তার আগেই তিনি চিরবিদায় নিলেন। ’

* বিদায় রবিন ঘোষ

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।