ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিরহে গাড়ি কিনলেন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বিরহে গাড়ি কিনলেন রণবীর রণবীর কাপুর

নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এটি এসেছে চার চাকায় চড়ে।

তার এই নতুন ভালোবাসা হলো রেঞ্জ রোভার ব্র্যান্ডের দামি একটি গাড়ি।

সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে রণবীরের। এ বিরহ ভুলতেই কি-না রেঞ্জ রোভার ব্র্যান্ডের নীল রঙা গাড়িটি কিনেছেন ৩০ বছর বয়সী এই অভিনেতা। বলিউডে তো এমন কথাই উঠছে চায়ের ধোঁয়ায়।  

রণবীর বরাবরই অডি ব্র্যান্ডের এএইট মডেলের সাদা গাড়ি ব্যবহার করেন। এ ছাড়া তার সংগ্রহে আছে অডি ব্র্যান্ডের আরেকটি গাড়ি ও মার্সিডিজ-বেঞ্জ ব্র্যান্ডের জিসিক্সটিথ্রি মডেলের গাড়ি।

এদিকে রণবীর এখন ব্যস্ত তার পরবর্তী ছবি অনুরাগ বসু পরিচালিত ‘জাগ্গা জাসুস’ ছবির দৃশ্যধারণ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। চলতি বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।