ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৪০ বছর পর একমঞ্চে ‘শোলে’র চার তারকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
৪০ বছর পর একমঞ্চে ‘শোলে’র চার তারকা (বাঁ থেকে) হেমা মালিনী, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন

৪০ বছর পর, আবার একমঞ্চে ‘শোলে’র চার তারকা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তাদেরকে এক জায়গায় নিয়ে এলো ‘ড্রিম গার্ল’।

এটি হলো হেমা মালিনীর প্রথম গানের অ্যালবাম।  গত ১৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে এর প্রকাশনা অনুষ্ঠানে দেখা গেছে তাদেরকে। এ অ্যালবামের মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ৬৭ বছর বয়সী এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) খুব সকালে বিগ বি তার ব্লগে লিখেছেন, “হেমাজির গানের অ্যালবাম মুক্তির অনুষ্ঠানকে ঘিরে ৪০ বছর পর ‘শোলে’ বাহিনী এক ফ্রেমে এসেছিলো এই সন্ধ্যায়। আমাদের দলের দুই সদস্য সঞ্জীব কুমার ও আমজাদ খান বেঁচে নেই। সময় কারও জন্য অপেক্ষা করে না। তবে সময় ঠিকই অপেক্ষার ফল এনে দেয়। ’

অমিতাভ আরও লিখেছেন, ‘ধরমজি ও হেমাজি আমার বাড়ির পেছনেই থাকেন। আমার বাড়ির প্রাচীর পেরোলেই ধরমজির বাড়ি। হেমাজি থাকেন আর কয়েক কদম দূরেই। তবুও আমাদের দেখা-সাক্ষাৎ হয় না। অথচ এখানে এসে সবার দেখা হয়ে গেলো। কি অদ্ভুত!’

সারেগামা থেকে প্রকাশিত ‘ড্রিম গার্ল’ অ্যালবামে ‘আজই সুনিয়ে জারা’ শিরোনামের একটি গানে হেমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাবুল সুপ্রিয়। তিনিই এর সুরকার।  গানটির একটি লাইনে বিগ বিকে নিয়ে লেখা হয়েছে ‘বিগ বি সে লেকে পাজি’। এর কারণ অমিতাভ ও ধর্মেন্দ্র একে অপরকে পাজি (ভাই) বলে সম্বোধন করেন।

গানের অ্যালবাম প্রসঙ্গে হেমা মালিনী বলেন, ‘শিল্প ও বিনোদন আমাকে এগিয়ে নিয়ে যায়। এগুলো এখন আমার অংশ। গান গাওয়ার প্রতিভাকে আগে কখনও খুঁজে দেখিনি। তাই দর্শকদের সামনে আমার গায়কী উপস্থাপন করতে পেরে আমি উচ্ছ্বসিত। তারা আগের মতোই আমাকে ভালোবাসবেন বলে আশা করছি। যা তারা এতোগুলো বছর ধরে করে আসছে। আমার গানের অনুপ্রেরণা হলেন কিশোর কুমার। ’

১৯৭৩ সালে কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমার গানের অ্যালবাম বের করার জন্য অনুপ্রাণিত করেছিলেন হেমা মালিনীকে। সেই থেকে তার একটি অ্যালবাম বের করার ইচ্ছে ছিলো। ১৯৭৫ সালে মুক্তি পায় রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’। এতে বাসন্তী চরিত্রে দেখা গেছে হেমাকে। এ ছাড়া জয়ের ভূমিকায় অমিতাভ বচ্চন, বীরু চরিত্রে ধর্মেন্দ্র ও রাধার ভূমিকায় অভিনয় করেন জয়া বচ্চন।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।