ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাতৃভাষা দিবস ও ৪২ বছর পূর্তিতে শিল্পকলা একাডেমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
মাতৃভাষা দিবস ও ৪২ বছর পূর্তিতে শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাফল্যের ৪২তম বছরে পদার্পণ করতে যাচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানান ভাষা-ভাষীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে তিন দিনের অনুষ্ঠান।

আগামী ১৯ ফেব্রুয়ারি চারুকলা প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় থাকছে আর্টিস্ট ক্যাম্প, বিকেল ৩টায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। বিকেল ৫টায় নন্দন মঞ্চে অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

আগামী ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় নন্দনমঞ্চে ৪২ বছর পূর্তির অনুষ্ঠান উদ্বোধন হবে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে। সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় চিত্রশালায় ১ নং গ্যালারিকে স্থায়ী গ্যালারি হিসেবে উদ্বোধন, জাতীয় চিত্রশালা ও একাডেমি প্রাঙ্গনে সকাল সাড়ে ১০টায় দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী ও নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প, বিকেল ৩টায় জাতীয় চিত্রশালা প্লাজায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় নন্দন মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এখানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় চিত্রশালা ও একাডেমি প্রাঙ্গণে আর্ট ক্যাম্প, বিকেল ৪টায় নন্দনমঞ্চে ভাষার গান ও কবিতা, রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ হবে। একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টায় ও নন্দনমঞ্চে সন্ধ্যা ৬টায় রয়েছে বিভিন্ন ভাষাভাষী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এখানে ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক অরুণ চন্দ্র মণ্ডল, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের উপপরিচালক শামীমা আক্তার জাহান।

বাংলাদেশ সময় : ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।