ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘কালজয়ী গান’-এর মোড়ক উন্মোচনে তিন গুণী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
‘কালজয়ী গান’-এর মোড়ক উন্মোচনে তিন গুণী

সৈয়দ আব্দুল হাদী, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও খুরশীদ আলম- দেশীয় সংগীতের প্রিয় মুখ এই তিনজন। গান দিয়ে তারা পেয়েছেন খ্যাতি ও মানুষের ভালোবাসা।



একটি অনুষ্ঠানে সম্প্রতি আমন্ত্রণ পেয়েছিলেন এই তিন গুণী সংগীতজ্ঞ। একটি অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এতো গুণীর সমাবেশ সচরাচর চোখে পড়ে না।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে (হামিদুর রহমান সিনহা লাউঞ্জ) লেজার ভিশনের আয়োজনে সংগীতশিল্পী মাহবুবা রহমানের ‘কালজয়ী গান’ অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্র্রিয় গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ও  বিশিষ্ট সংগীতশিল্পী খুরশীদ আলম।

আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যাবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুমানা ইসলাম।

মাহবুবা রহমান এই অ্যালবামে গেয়েছেন খান আতাউর রহমান, ওস্তাদ মোমতাজ আলী খান, কবি জসীমউদ্দিন, কালু শাহ ফকির ও ফেলু শেখের গান। ২০টি গানের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘আমার মন তো ভালো না’, ‘জ্বালাইলে যে জ্বলছে আগুন’, ‘দয়াল আল্লাহরে’, ‘আমার গলার হার’ প্রভৃতি। পৃথক দুটি সিডিতে ‘কালজয়ী’ গান এখন বাজারে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।