ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

কলকাতায় কাজ করবেন পরিণীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, ফেব্রুয়ারি ২১, ২০১৬
কলকাতায় কাজ করবেন পরিণীতি পরিণীতি চোপড়া

এক মাস আগে সুজয় ঘোষ পরিচালিত ‘তিন’ ছবির কাজে কলকাতা চষে বেড়িয়েছেন অমিতাভ বচ্চন, নওয়াজুদ্দিন সিদ্দিকি ও বিদ্যা বালান। এবার ওপার বাংলায় আসছেন পরিণীতি চোপড়া।

এখানে নিজের নতুন ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’র কাজ করবেন তিনি। সঙ্গে থাকবেন তার নায়ক আয়ুষ্মান খুরানা।

ছবিটির লাইন প্রডিউস‍ার অরিন্দম শীল জানান, আগামী জুন থেকে কলকাতায় ‘মেরে পেয়ারি বিন্দু’র দৃশ্যধারণ শুরু হবে। পুরো ইউনিট ঘুরে বেড়াবে গোটা কলকাতায়। ছবিটি পরিচালনা করবেন অক্ষয় রয়।

‘মেরি পেয়ারি বিন্দু’র প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এর আগে ‘গুণ্ডে’ ও ‘ডিটেক্টিভ বোমকেশ বক্সি’র কাজ করেছিলো কলকাতায়।   

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।