ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লালগালিচায় প্রসেনজিৎ-কুসুম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
লালগালিচায় প্রসেনজিৎ-কুসুম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’ পহেলা বৈশাখে দুই বাংলার সর্বত্র মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ঢাকায় এসেছেন ছবিটির অভিনয়শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এরপর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সাজানো লালগালিচায় হেঁটেছেন ৫৩ বছর বয়সী এই তারকা।

প্রসেনজিতের আগে লালগালিচায় পা মাড়িয়েছেন ভারতের প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী কুসুম সিকদার, সাঁঝবাতি, অভিনেতা মামুনুর রশীদ, দুই প্রযোজক হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগর।

প্রিমিয়ারের আনুষ্ঠানিকতা শুরুর আগে গৌতম ঘোষ বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। আগেরবারও ঢাকায় এসে বলেছিলাম, ‘পদ্মা নদীর মাঝি’ এবং ‘মনের মানুষ’ বানাতে এসে পাওয়া আন্তরিকতা আমি কখনও ভুলি না। আমার শেকড়টা এখানেই লুকিয়ে আছে। আমি ফরিদপুরের ছেলে। তাই বাংলাদেশে যতোবার কাজ করি আমার বিপুল আনন্দ হয়। সেই আনন্দ নিয়ে ‘শঙ্খচিল’ করেছি। ”

গৌতম ঘোষ আরও বলেন, “ছবিটা আপনারা দেখুন, দেখে মতামত জানান। আমি খুব খুশি হবো। দু’দেশের শিল্পী ও কলাকুশলীরা এ ছবিতে কাজ করেছেন। যৌথ প্রযোজনা আমরা চালিয়ে যাবো। এটা আমাদের নিরলস প্রচেষ্টা। এ ছবির প্রযোজক হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগর আমার পুরনো বন্ধু এবং কলকাতায় প্রসেনজিৎ ও মৌ রায়চৌধুরী। বড় কথা ছবিটা অনেক জায়গায় মুক্তি পাচ্ছে। দেখি কি হয়! ছবিটা হচ্ছে একটা দুরন্ত আশা ও ‘উড়ন্ত পাখির রূপক। ”

লালগালিচায় ‘শঙ্খচিল’ ছবির ফ্রেমবাঁধানো পোস্টার উন্মোচন করা হয়। এরপর ‘শঙ্খচিল’ লেখা চওড়া ফিতা কেটে প্রিমিয়ারের সূচনা হয়। ছবিটি প্রেক্ষাগৃহে বসে দেখেছেন আমন্ত্রিত অতিথিরা। এর মধ্যে উল্লেখযোগ্য সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন প্রমুখ।

‘শঙ্খচিল’-এর ভারতীয় প্রযোজক অভিনেতা প্রসেনজিৎ ও মৌ রায়চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, শাহেদ আলী, প্রবীর মিত্র, কলকাতার দীপঙ্কর দে, অরিন্দম শীল, উষশী চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময় : ০৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।