ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রধানমন্ত্রীকে গানের সিডি দিলো রুনা লায়লার দুই নাতি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
প্রধানমন্ত্রীকে গানের সিডি দিলো রুনা লায়লার দুই নাতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেদের গাওয়া দেশাত্মবোধক গানের সিডি উপহার দিলো বাংলাদেশি বংশোদ্ভুত দুই ব্রিটিশ কিশোর জাইন ও অ্যারন। তারা বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার নাতি।


 
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে গিয়ে তার হাতে সিডি তুলে দেয় দুই কিশোর। তাদেরকে শুভেচ্ছা বক্তব্য লিখে দিয়েছেন শেখ হাসিনা।  সব মিলিয়ে কুড়ি মিনিটের মতো ছিলেন তারা।  


প্রবাসে থেকে বাংলা গান চর্চা এবং দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দেশাত্মবোধক গানটি গাওয়ায় জাইন ও অ্যারনের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
 
এ সময় ছিলেন রুনা লায়লাও। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এ খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘আমরা খুব সম্মানিত হলাম। ’ গণভবনে আরও ছিলেন জাইন ও অ্যারনের মা তানি লায়লা এবং রুনার স্বামী অভিনেতা আলমগীর।
 
বৃহস্পতিবার রাতে কথা হয় রুনা লায়লার সঙ্গে। তিনি বাংলানিউজকে বললেন, ‘ওরা বাংলাদেশকে নিয়ে গান করেছে, তাই ওদেরকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিই আমি। ভাবলাম এতে তারা অনুপ্রাণিত হবে। তিনি আমাদেরকে সময় দিয়েছেন, বাচ্চা দুটোকে শুভেচ্ছা বার্তা দিয়েছে, এটা অনেক বড় পাওয়া। ’

তানির সঙ্গে জাইন ও অ্যারন ঢাকায় এসেছে গত ২ এপ্রিল। তারা লন্ডনে ফিরে যাবেন শুক্রবার (১৬ এপ্রিল)।  গত মাসে স্বাধীনতা দিবসে জাইন ও অ্যারনের গাওয়া ‘আই লাভ মাই বাংলাদেশ’ শিরোনামের গানটি প্রকাশিত হয়। এর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীত পরিচালনায় ব্রিটিশ-এশিয়ান সংগীতশিল্পী রাজা কাশেফ।
 
এদিকে কয়েকদিন আগে বলিউডের কমেডি অভিনেতা জনি লিভার এক ভিডিও বার্তায় রুনার দুই নাতির গায়কীর প্রশংসা করেন। তিনি বলেছেন, ‘ওরা দারুণ গেয়েছে। আমার খুব ভালো লেগেছে। ’
 
গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী জাইনা ও নাজওয়া। জাইন ও অ্যারনের মতো তারাও বেড়ে উঠেছেন ব্রিটেনে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ব্রিটিশ-এশীয় সংগীতশিল্পী রাজা কাশেফ। গানটিতে তার এবং রুবায়েত জাহানের কণ্ঠও আছে।
 
এ গানের রেকর্ডিং হয় লন্ডনের হাইস্ট্রিট স্টুডিওতে। এর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। ভিডিওর দৃশ্যায়ন হয়েছে লন্ডনে। এটি নির্মাণ করেছেন মিনহাজ কিবরিয়া।

* ‘আই লাভ মাই বাংলাদেশ’ গানের ভিডিও :

বাংলাদেশ সময় : ২২২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।