ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইরফানকে নববর্ষের ছবি এঁকে দিলেন অর্ণব

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
ইরফানকে নববর্ষের ছবি এঁকে দিলেন অর্ণব (বাঁ থেকে) অর্ণব, ইরফান খান, মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা

বলিউড অভিনেতা ইরফান খানকে নিজের অাঁকা চিত্রকর্ম দিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব। পহেলা বৈশাখের ভাবনা নিয়েই অাঁকা হয়েছে এটি।

এতে অর্ণব লিখে দিয়েছেন, ‘ইরফান ভাই, নববর্ষের শুভেচ্ছা। ১৪২৩। ’

টানা ২৫ দিন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির কাজ শেষে ঘরে ফেরার সময় এই উপহার খুব আনন্দ দিয়েছে ইরফানকে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরের ফ্লাইটে তিনি মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন।

তখনই ইরফান তার ফেসবুক পেজে চিত্রকর্মটি শেয়ার করে লিখেছেন, ‘আমার প্রিয় শিল্পী অর্ণব বৈশাখ উপলক্ষে আমার জন্য এই ছবিটা এঁকেছে। ’ আগের দিন চৈত্রসংক্রান্তিতে তিনি লিখেছেন, ‘বৈশাখী শুভেচ্ছা নিও বন্ধুরা! প্রেম, শান্তি ও সুখ বয়ে আনুক নববর্ষ। ’

ইরফানের কাজ শেষের খবরটি ফেসবুকে জানিয়ে ফারুকী লিখেছেন, ‘সবকিছুর জন্য ইরফান খানকে ধন্যবাদ। আজকে (বৃহস্পতিবার) তার বাংলাদেশে শেষ দিন ছিলো। ঝড়ের ঘোরে কীভাবে পঁচিশ দিন চলে গেলো টের পাই নাই। ’

ইরফানের বিদায়বেলায় তাকে নিয়ে বৃহস্পতিবার রাতে নৈশভোজে আড্ডায় ডুব দিয়েছিলেন ফারুকী বাহিনী। এখানে অর্ণবও ছিলেন। গত ১৮ মার্চ রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইরফান জানান, অর্ণবের গান তার ভালো লাগে। রবীন্দ্রসংগীতের পাশাপাশি একমাত্র বাংলাদেশি এই শিল্পীর গানই তাকে টানে।

‘ডুব’ ছবির দৃশ্যধারণ শেষ হবে আগামী ২৬ এপ্রিল। এতে ইরফানের সঙ্গে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা, নাদের চৌধুরী, মুসাফির সৈয়দ, কলকাতার পার্নো মিত্র প্রমুখ। ইরফানের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।