ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পোস্টার নিয়ে বিতর্ক, রেদওয়ান রনির জবাব

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
পোস্টার নিয়ে বিতর্ক, রেদওয়ান রনির জবাব

পোস্টার নকলের অভিযোগ উঠেছে জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির বিরুদ্ধে। মুক্তি প্রতীক্ষিত ছবিটির একটি পোস্টার হলিউড ও বলিউডের দুটি বিখ্যাত ছবির পোস্টারের নকল- এমনটাই মন্তব্য সমালোচকদের।

তিনটি ছবির পোস্টার পাশাপাশি রেখে এর সত্যতা পাওয়া গেলো। তবে পরিচালক বলছেন ভিন্ন কথা।    

বাংলানিউজের সঙ্গে আলাপে শনিবার (১৬ এপ্রিল) সকালে রেদওয়ান রনি বলেন, ‘ওই ছবিগুলোর পোস্টার আগে চোখে পড়েনি। এটা কাকতালীয় ঘটনা। প্রেমের ছবির গল্পের ক্যানভাস কিন্তু একটাই। এ ধরনের ছবির পোস্টারে সাধারণত নায়ক-নায়িকা অন্তরঙ্গ হয়ে থাকে। পৃথিবীতে এমন অনেক পোস্টার হয়েছে যেগুলোর মধ্যে মিল পাওয়া যায়। এখন আমার পোস্টার নিয়ে ফেসবুকে কথা হচ্ছে। এটা আমার প্রচারে বরং কাজেই লাগছে। লোকজন কথা বলুক, আই লাভ ইট। ’ 

ক্যারি গ্র্যান্ট, ক্যাথারিন হেপবার্ন ও জেমস স্টুয়ার্টের অস্কারজয়ী ছবি ‘দ্য ফিলাডেলফিয়া স্টোরি’ আর সালমান খান ও রানী মুখার্জি অভিনীত ‘হ্যালো ব্রাদার’ ছবির পোস্টারের সঙ্গে মিল থাকায় চিন্তিত নন রেদওয়ান রনি। তিনি বলেন, ‘পোস্টার নিয়ে কথা হচ্ছে হোক। আসল খেলা হবে সিনেমা হলে। ’ 

রনির দাবি, “রাস্তায় অনেক ছবির গলাকাটা পোস্টার চোখে পড়ে। সেগুলোতে আবার অশ্লীলতাও আছে। ‘আইসক্রিম’-এর পোস্টারে অশ্লীল কিছু নেই। তবে থিমেটিক ব্যাপার আছে। এখন এটা যে কেউ যে কোনো দিকে নিতে পারেন। আমি শুধু একটা ইঙ্গিত দিতে চেয়েছি। ”

যোগ করে রনি আরও বলেন, ‘আমাকে একই সঙ্গে আন্তর্জাতিক মানের ছবির পোস্টার ও রাস্তায় অশ্লীল ছবির পোস্টার- দুটির সঙ্গেই প্রতিযোগিতা করতে হচ্ছে। কারণ ইন্টারনেটের কল্যাণে সবাই এগুলো দেখছে। সুতরাং এখানে সামঞ্জস্যপূর্ণ ইঙ্গিত দিতে পারাটা জরুরি। ’   

রনি জানান, তিনটি পোস্টারে সাদৃশ্য পাওয়া যাবে এমনটা জানলে তিনি অবশ্যই অন্য কোনো ডিজাইন পছন্দ করতেন। সমালোচনা শুনে বসে থাকা নয়, ছবিটিকে দর্শকের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য খেটে চলেছে ‘আইসক্রিম’ টিম। তাদের বিশ্বাস ছবিটি দেখার পর এসব ঘটনা কেউ মনে রাখবেন না।      

কয়েকদিন ধরে ‘আইসক্রিম’ ছবির পোস্টারটি নিয়ে সরগরম ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। ‘চোরাবালি’র পর এটি রেদওয়ান রনির দ্বিতীয় ছবি। আগামী ২৯ এপ্রিল দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি।  

‘আইসক্রিম’ যৌথভাবে প্রযোজনা করেছে পিংপং এন্টারটেইনমেন্ট, পপর্কন ও টপ অব মাইন্ড। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রেদওয়ান রনি নিজেই। অভিনয় করেছেন ওমর সানি, দিতি ও এটিএম শামসুজ্জামান। প্রধান তিন চরিত্রে আছেন নবাগত উদয়, রাজ ও তুশি। ট্রেলার ও গানের সুবাদে এরই মধ্যে ‘আইসক্রিম’ অনেকের নজর কেড়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।