ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পকেটমার নাঈমের খোঁজে মিলন, সঙ্গে নাদিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
পকেটমার নাঈমের খোঁজে মিলন, সঙ্গে নাদিয়া (বাঁয়ে) আনিসুর রহমান মিলন, (ডানে) নাটকের দৃশ্যে এফএস নাঈম ও নাদিয়া আহমেদ

একটি বেসরকারি অফিসের কর্মকর্তা আনিসুর রহমান মিলন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে।

একমাত্র সন্তানকে নিয়ে গেছে স্ত্রী। নিঃসঙ্গ মিলনের সঙ্গী সন্তানের একটি ফটোগ্রাফ। সবসময় মানিব্যাগে বয়ে বেড়ান সন্তানের ছবিটি। একদিন পকেটমারের খপ্পড়ে পড়ে মানিব্যাগটি খোয়ান মিলন। মানিব্যাগ বা টাকাকড়ি নয়, সন্তানের ছবিটির জন্য পাগলপ্রায় হয়ে পড়েন তিনি।  

এই গল্প নিয়ে তৈরি হচ্ছে একক নাটক ‘মানিব্যাগ’। লিখেছেন নূরুল আলম আতিক। সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর দক্ষিণখানের নগরবাড়ি এলাকার একটি বস্তিতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।  

গল্পে দেখা যাবে, মানিব্যাগটি চুরি যাওয়ার পর থেকে সেটি উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন মিলন। যে করেই হোক ছেলের ফটোগ্রাফটি তার চাই। একসময় আরেক পকেটমার নাদিয়া আহমেদের সঙ্গে পরিচয় হয় তার। মেয়েটির সহায়তায় মিলন পকেটমার এফএস নাঈমকে খুঁজতে থাকে।

বাংলানিউজের সঙ্গে আলাপে মিলন জানান, মঙ্গলবার (১৯ এপ্রিল) ‘মানিব্যাগ’-এর কাজে যোগ দেবেন মিলন। তার কাজ হবে উত্তরার বিভিন্ন স্থানে। এতে আরও অভিনয় করছেন আবুল হায়াত, নাজিরা আহমেদ প্রমুখ।  

নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘প্রচন্ড গরমে আনন্দ নিয়েই কাজ করছি। কারণ চিত্রনাট্যটা সুন্দর। অভিনয়শিল্পীরাও কষ্ট করে কাজ করছেন। ভিন্নরকম একটি নাটক হবে আশা করছি।  প্রযোজনা করছেন শাহরিয়ার শাকিল, তাকে ধন্যবাদ। ’

এদিকে একই সঙ্গে চলচ্চিত্র ও নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই পর্দার নায়ক আনিসুর রহমান মিলন। এখন শুটিং করছেন ‘সাদাকালো প্রেম’ ছবির। মিলন অভিনীত কয়েকটি ছবি এখন মুক্তির জন্য প্রস্তুত। এগুলো হলো ‘নাইওর’, ‘রাত্রির যাত্রী’ ও ‘ক্রাইম রোড’।

অন্যদিকে মিলন এখন ডাবিং করছেন ‘রাজনীতি’ ও ‘টার্গেট’ ছবির। আর সেন্সর বোর্ডে জমা আছে ‘ওয়ান ওয়ে’। সামনে তানিম রহমান অংশুর পরিচালনায় ‘স্বপ্নবাড়ি’ ছবির দৃশ্যধারণ শুরু করবেন তিনি। এতে তার সঙ্গে দেখা যাবে জাকিয়া বারী মমকে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।