ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

বিনোদন

হৃদয়ের অনুষ্ঠানে হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, এপ্রিল ২২, ২০১৬
হৃদয়ের অনুষ্ঠানে হাবিব হৃদয় খান ও হাবিব ওয়াহিদ

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ কালেভদ্রে হাজির হন টিভি বা রেডিও অনুষ্ঠানে। দীর্ঘদিন পর একটি রেডিও অনুষ্ঠানে কথা বলবেন ও গান শোনাবেন হাবিব।

অনুষ্ঠানটির সঞ্চালক আরেক জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান।

প্রথমবারের মতো হৃদয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন হাবিব। ফেসবুকে ভিডিও বার্তায় ভক্তদের এই তথ্য জানিয়েছেন হৃদয়। ভিডিওতে তারা খুনসুটিও করেছেন।  

হৃদয় জানান, কিছুদিন ধরে তিনি এবিসি রেডিওর একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। নাম ‘এইচকে শো’। এর এবারের পর্বে থাকছেন হাবিব। তাই তিনি বেশ উচ্ছ্বসিত। শনিবার (২৩ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত হৃদয়ের অনুষ্ঠানে সরাসরি পাওয়া যাবে হাবিবকে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।