ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মৌসুমী হামিদের শাড়ি কার?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
মৌসুমী হামিদের শাড়ি কার? মৌসুমী হামিদ

এক রঙা শাড়ি পরে দেয়ালে হেলান দিয়ে সবুজ লতা-পাতার ওপর দাঁড়িয়ে আছেন মৌসুমী হামিদ। কালো ব্লাউজ।

চুলে একপাশে গুঁজে রেখেছেন ফুল। চোখ বন্ধ। এমন ছবি ফেসবুকে পোস্ট করে ‘সংকট’ নামের একটি টেলিফিল্মে কাজ করার খবর জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী।  

সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় শুক্রবার (২২ এপ্রিল) থেকে এর দৃশ্যধারণ হচ্ছে কালিয়াকৈর উপজেলায়। চলবে চারদিন। শুক্রবার রাতে কথা হলো মৌসুমী হামিদের সঙ্গে-
শাড়িটা কার?
‘বন্যা আপার। মানে বন্যা মির্জা। ’
আপনার কাছে ছিলো না?
‘না। সুমন আনোয়ার আমাকে চরিত্রটি ও তার পোশাক-পরিচ্ছদের বর্ণনা দেওয়ার পর মনে হলো, এ ধরনের শাড়ি আমার নেই। গত কিছুদিন অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকায় কিনতেও পারিনি। তখন ভাবতে লাগলাম এ ধরনের এক রঙা শাড়ি কে বেশি পরেন। মাথায় এলো বন্যা আপার নাম। ’
তার কাছে চাইতেই দিয়ে দিলেন?
‘দিলেন মানে, একেবারে দাওয়াত দিয়ে খাতির করে শাড়ি দিয়েছেন উনি! তার কাছ থেকে পাঁচ-ছয়টা শাড়ি নিয়ে এসেছি। আমার নিজেরও এক-দুইটা পোশাক ব্যবহার করছি এ টেলিফিল্মে। ’

‘সংকট’-এ মৌসুমী হামিদ অভিনয় করছেন নীলা চরিত্রে। এ মেয়েটির জীবনজুড়ে সংকট। স্বামী আছে, তবে একটি ছেলেকে ভালোবাসে সে। একথা জানতে পেরে ছেলেটিকে তার স্বামী গ্রাম থেকে তাড়িয়ে দেয়। নীলা এটা জানতো না। তার প্রেমিকের ঘরে এসে ওঠেন একজন মধ্যবয়সী লোক। তিনি একাকী আঁধার ঘরে থাকেন।  রোজ রাতে ওই অন্ধকার ঘরে এসে তাকেই প্রেমিক ভেবে সময় কাটায় নীলা। ঘটনাক্রমে মধ্যবয়সী লোকটার স্ত্রীর নাম ছিলো নীলা! 

নাটকটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রওনক হাসান, টুটুল চৌধুরী প্রমুখ। আগামী রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘সংকট’। প্রযোজনায় শাহরিয়ার শাকিলের আলফা-আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেড।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।