ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অর্থহীনের ‘ক্যানসারের নিশিকাব্য’ এবং সুমন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
অর্থহীনের ‘ক্যানসারের নিশিকাব্য’ এবং সুমন অর্থহীন ব্যান্ডের তিন সদস্য

দেশের অন্যতম রক-মেটাল ব্যান্ড অর্থহীনের সপ্তম অ্যালবাম আসছে আগামী জুনে। এর নাম রাখা হয়েছে ‘ক্যানসারের নিশিকাব্য’।

শ্রোতাদের জন্য গত ২১ এপ্রিল এ সুখবর দিয়েছেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও দলনেতা সুমন।  

কয়েক মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সুমন। সেই দিনগুলোর ছায়া যে নতুন অ্যালবামের গানগুলোতে থাকবে, নাম জানিয়ে সেই বার্তাই দিলেন তিনি। এতে থাকছে ‘চাইতে পারো’ সিরিজের তৃতীয় গান। ২০০৩ সালে ‘ধ্রুবক’-এ প্রকাশিত হয় ‘চাইতে পারো’ গানটি। এর পাঁচ বছর আসে ‘চাইতে পারো-টু’। এবার আসছে ‘চাইতে পারো-থ্রি’! 

সুমন ছাড়াও এখন ব্যান্ডে আছেন মার্ক ডন ও শিশির। ১৯৯৯ সালে যাত্রা শুরু করা অর্থহীনের এখন পর্যন্ত পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হলো- ত্রিমাত্রিক (২০০০), বিবর্তন (২০০১), নতুন দিনের মিছিলে (২০০২), ধ্রুবক (২০০৩), অসমাপ্ত-১ (২০০৮), অসমাপ্ত-২ (২০১১)।  

এদিকে চলতি বছর ‘ক্যানসারের নিশিকাব্য’ ছাড়াও দুটি অ্যালবাম বের করবেন বলে জানিয়েছেন সুমন। এর মধ্যে বেজ ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম ‘সৌল ফুড’ আসবে সেপ্টেম্বরে। আর আনিলাকে নিয়ে তার দ্বৈত অ্যালবাম ‘সুমন অ্যান্ড আনিলা টু’ বেরোবে ডিসেম্বরে। এ ছাড়া চলতি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আটটি মিউজিক ভিডিও আনবেন তিনি।  

আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ হবে মহান ফাহিমের সঙ্গে সুমনের গিটার ও বেজ ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম ‘কফি ক্লাউড ফ্রম বাংলাদেশ’। ক’দিন আগে রবীন্দ্রসংগীত ‘পুরানো সেই দিনের কথা’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন সুমন। ভিডিও নির্মাণও করেছেন তিনি। তার সঙ্গে এ গানে গলা মিলিয়েছেন তামজিদা খান পিউ।  

* ‘পুরানো সেই দিনের কথা’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।