ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রিন্সকে নিয়ে প্রিন্স মাহমুদের কবিতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
প্রিন্সকে নিয়ে প্রিন্স মাহমুদের কবিতা প্রিন্স রজার্স নেলসন ও প্রিন্স মাহমুদ

ব্যাপারটা কাকতালীয়। দু’জনের নামই প্রিন্স।

একজন পশ্চিমের বিখ্যাত সংগীতশিল্পী প্রিন্স রজার্স নেলসন। অন্যজন বাংলাদেশের সুরকার প্রিন্স মাহমুদ। প্রিন্স রজার্স নেলসন আর বেঁচে নেই। গত ২১ এপ্রিল মারা যান তিনি।  

কৈশোরে প্রিন্সের বিখ্যাত গান ‘পার্পল রেইন’ শুনেছিলেন প্রিন্স মাহমুদ। সেই সময় অদ্ভুত এক মুগ্ধতা কাজ করেছে তার মধ্যে। প্রিন্সের মৃত্যুর খবর জেনে তাকে উৎসর্গ করে কৈশোরের মুগ্ধতা থেকে একটি কবিতা লিখেছেন প্রিন্স মাহমুদ। বাংলানিউজের পাঠকদের জন্য কবিতাটি নিচে দেওয়া হলো।  
 
পার্পল রেইন, অপার্থিব মুগ্ধতায়
কৈশোরে- 
রক্তবর্ণ বৃষ্টিতে অপার্থিব মুগ্ধতায় 
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট,
তারপরও 
মুগ্ধতার শেষ ছিলোনা যে,
‘I only wanted to see you
Laughing in the purple rain’
চেয়েছিলেম দেখতে আমি, 
রক্তবর্ণ বৃষ্টিতে - 
হাসছ শুধু তুমি।
কোথা থেকে আসে এমন? কেমন করে লেখো!
রক্তবর্ণ বৃষ্টিতে অপার্থিব মুগ্ধতায়, 
কৈশোরে...

* প্রিন্সের ‘পার্পল রেইন’ গানের পরিবেশনার ভিডিও :

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।