ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যশোরে ‘আন্ডার কনস্ট্রাকশন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
যশোরে ‘আন্ডার কনস্ট্রাকশন’ ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির দৃশ্য

‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিটি মন জয় করেছে দেশি-বিদেশি দর্শকদের। বাণিজ্যিকভাবে মুক্তির পর এটি দেখানো হচ্ছে বিকল্প উপায়েও।

এরই ধারাবাহিকতায় এবার যশোরের দর্শক উপভোগ করবেন ছবিটি।

যশোরের প্রাচ্য ফিল্মের আয়োজনে আগামী শনিবার  (২৮ মে ) জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে রুবায়েত হোসেন পরিচালিত চলচ্চিত্র  ‘আন্ডার কনস্ট্রাশন’।  

আয়োজকেরা জানান, ছবির প্রদর্শনীর সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮টা। টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০টাকা। টিকেট পাওয়া যাবে যশোর শহরের প্রাচ্যসংঘ (বইহাট), ক্যাফে ঝটপট ও ডিউ  কোচিং সেন্টারে। এছাড়া প্রদর্শনীর আগে টিকেট পাওয়া যাবে হল কাউন্টারে।

ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনী ‘আন্ডার কনস্ট্রাকন’। ছবিটি ঢাকার সিনেমা হলে মুক্তি পায় গত ২২ জানুয়ারি। এতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। রাহুল বোস রয়েছেন নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। ছবিটিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের শাহাদাত। অন্য শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।  

‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে গান রয়েছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো ছবির আবহসংগীত করছেন অর্ণব।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।