ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চ্যানেলে চ্যানেলে নজরুল বন্দনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
চ্যানেলে চ্যানেলে নজরুল বন্দনা

সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী বুধবার (১১ জ্যৈষ্ঠ, ২৫ মে)। দিবসটিকে ঘিরে উপলক্ষে বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে থাকছে নানা আয়োজন।

এর মধ্যে আছে নাটক, গান, নৃত্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান-


চ্যানেল আই
‘এবি ব্যাংক-চ্যানেল আই নজরুলমেলা’য় আজীবন সম্মাননা পাচ্ছেনওস্তাদ জুলহাস উদ্দিন আহমেদ। চ্যানেল আই প্রাঙ্গণে বিকেল সাড়ে ৪টায় মেলার উদ্বোধন করা হবে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

অন্য অনুষ্ঠানমালায় সকাল সাড়ে ৭টায় ‘গানে গানে সকাল শুরু’। ১২টা ৫ মিনিটে ‘গাহি সাম্যের গান’। উপস্থাপনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম। দুপুর ২টা ৪০ মিনিটে টেলিছবি ‘রক্ত লেখা’। নাট্যরূপ ও পরিচালনা ইরানী বিশ্বাস। অভিনয়ে তারিক আনাম খান, অবাক, নীলা, ওয়াসেক প্রমুখ। রাত ৮টায় ফেরদৌস আরার পরিবেশনায় নজরুলের গানের অনুষ্ঠান ‘তোমার সুরে’। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু। রাত ১১টা ৫ মিনিটে নজরুল স্মরণে বিশেষ অনুষ্ঠান।

এটিএন বাংলা
সকাল ৯টা ১৫ মিনিটে কাজী নজরুল ইসলামের কবিতা অবলম্বনে শিশুতোষ নাটক ‘খুকি ও কাঠবিড়ালী’। নাট্যরূপ পলাশ খন্দকার। পরিচালনায় কাজলী আহমেদ। ১০টা ৩৫ মিনিটে চলচ্চিত্র ‘রাক্ষুসী’। পরিচালনায় মতিন রহমান। অভিনয়ে রোজিনা, ফেরদৌস, পূর্ণিমা প্রমুখ।  

বিকেল ৩টা ১০ মিনিটে     ‘চেতনায় নজরুল’। পরিচালনায় নবুয়াত রহমান। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘পরদেশী মেঘ’। পরিচালনায় নাহিদ রহমান। রাত ৮টা ৪০মিনিটে নজরুল জয়ন্তী নাটক ‘অতৃপ্ত কামনা’। রচনা কাজী নজরুল ইসলাম। পরিচালনায় আব্দুস সামাদ খোকন। অভিনয়ে আহসান হাবীব নাসিম, আলভী, অনন্ত হীরা ও মোমেনা চৌধুরী।  

১০টা ৫৫ মিনিটে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘সাম্যের গান’। পরিচালনায় ফয়সাল মাহমুদ।  উপস্থাপনায় ফেরদৌস আরা। গান, কবিতা আবৃত্তি ও আড্ডা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এতে সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী সবীর নন্দী, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, খিলখিল কাজী ও শাফিন আহমেদ। গানের পাশাপাশি উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন শাফিন আহমেদ। কবিতা আবৃত্তি করেছেন শিমুল মোস্তফা।  

এনটিভি
বিশেষ তথ্যচিত্র ‘বাংলাদেশের নজরুল’ ভোর ৬টা ১৫ মিনিটে। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এতে কথা বলেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নজরুল গবেষক অধ্যাপক আবুল কালাম আযাদ ও অধ্যাপক মুস্তাফা নুর উল ইসলাম।  

বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’ভোর ৬টা ৫৫ মিনিটে। হুমায়ূন ফরিদের প্রযোজনায় নজরুলের বিভিন্ন ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেছেন  খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান।  

বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’ দুপুর ১টায়। কাজী নজরুল ইসলামের ‘নিশীথ প্রীতম’ কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, সোহানা সাবা, শাহেদ আলী সুজন প্রমুখ।  

বিশেষ অনুষ্ঠান ‘নজরুল জয়ন্তী’। সরাসরি সম্প্রচার ২টা ৩৫ মিনিটে। কবি আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারাহ শারমিন। আলোচনা করবেন ড. আজফার হোসেন। কবিতা অাবৃত্তি করবেন শিমূল মুস্তফা। নজরুলের গান শোনাবেন প্রিয়াংকা গোপ ও অলক সেন।

বিশেষ অনুষ্ঠান ‘নজরুল ভাবনা’ বিকেল সাড়ে ৫টায়। সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় আলোচনা করেছেন মোস্তফা জামান আব্বাসী,  আল মুজাহিদী ও জয়নাল আবেদীন আজাদ।

শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠান ‘আমরা সবাই রাজা’র বিশেষ পর্ব সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। ৩জন ক্ষুদে শিল্পী নজরুলের গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা করবে। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পিংকী ছেত্রী।  

বিশেষ নাটক ‘তবু আমারে দেব না ভুলিতে’ প্রচার হবে ৯টা ৫ মিনিটে। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘তবু আমারে দেব না ভুলিতে’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন সারওয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আফরান নিশো, অপর্ণা ঘোষ, এ কে আজাদ সেতু, চৈতালী চৈতী, সুবহা প্রমূখ।  

একুশে টেলিভিশন
বাপ্পা মজুমদারের উপস্থাপনায় রাত ১০টায় গান শোনাবেন কনা ও কোনাল। প্রযোজনা ইসরাফিল শাহীন। কবির সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করবন বাপ্পা। পাশাপাশি থাকছে গান।  

মাছরাঙা টেলিভিশন
সকাল সাড়ে ৯টায় নজরুলের গল্প অবলম্বনে মুস্তাফা মনোয়ারের পাপেট শো ‘লিচু চোর এবং খুকি ও কাঠবিড়ালি’। নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় টেলিফিল্ম ‘কুহু’ প্রচার হবে সকালসাড়ে ১০টায়।  অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজান প্রমুখ।  

দুপুর ১ টা ৩০ মিনিটে থাকছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘সঞ্চিতা’। নৃত্য পরিবেশন করেছেন শখ ও সোহেল। গান করেছেন কনা ও পুলক। আবৃত্তি পরিবেশন করেছেন আহকাম উল্লাহ।  

কবির গজল নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘তব বীণা বাজে’ প্রচার হবে বিকেল সাড়ে ৩টায়। পরিবেশনায় ইউসুফ, সুপ্তিকা মন্ডল, শোয়েব ও দেবলীনা সুর। রাত ৮ টায় থাকছে আলোচনা অনুষ্ঠান ‘জাতীয় কবি নজরুল’। এতে অংশ নিয়েছেন কবি আসাদ চৌধুরী, খিলখিল কাজী ও খায়রুল আনাম শাকিল। রাত ১১টায় সরাসরি অনুষ্ঠান ‘গানে ও কবিতায় নজরুল’। এতে থাকবেন সালাহউদ্দিন আহমেদ, ইয়াসমিন মুশতারী ও শিমুল মোস্তফা।

বাংলাভিশন
সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘মিউজিক ক্লাব’-এ গাইবেন নাশিদ কামাল ও ইয়াকুব আলী। সম্প্রচার হবে রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব। সুবীর নন্দীর একক সঙ্গীতানুষ্ঠান ‘সেদিন ছিল কি গোধুলী লগন’। অনুষ্ঠানে শিল্পী গেয়েছেন পাঁচটি নজরুলসংগীত।  প্রচার সময় সন্ধ্যা ৬টা ২৫মিনিট। প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।

এসএ টিভি
‘নয়নে নয়ন রাখি’। সন্ধ্যা  সাড়ে ৭টায়। সরাসরি উত্তরা ক্লাব থেকে সম্প্রচার। সংগীত পরিবেশন করবেন শাহনী সামাদ, ড. নাশিদ কামাল, সুবীর নন্দী, ফাতেমা তুজ জোহরা, সালাউদ্দনি আহমেদ, তানভীর আলম সজীব প্রমুখ। ‘বেলাশেষে’অনুষ্ঠানে অতিথি হয়েছেন সংগীতশিল্পী ও গবেষক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী অনিন্দিতা কাজী। প্রযোজনায় সোনিয়া শারমিন বিভা ও বিপুল সরকার। প্রচার হবে বিকেল সাড়ে ৫টায়।  


দেশ টিভি 
রাত   ৯টা ৪৫  মিনিটে সরাসরি ‘ভালোবাসো মোর গান’ অনুষ্ঠান। এতে গাইবেন খায়রুল আনাম শাকিল ও প্রিয়াংকা গোপ। উপস্থাপনায় তানিয়া হোসেন। প্রযোজনা ওয়ালিদ হাসান।


বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।