ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নেপালের মাটিতে ‘আকাশ কতো দূরে’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুন ৯, ২০১৬
নেপালের মাটিতে ‘আকাশ কতো দূরে’  ‘আকাশ কতো দূরে’ ছবির দৃশ্য

কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার পর ‘আকাশ কতো দূরে’ এবার যাচ্ছে নেপালে। নেপাল হিউম্যান রাইটস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে ইমপ্রেস টেলিফিল্মসের ছবিটি।

 
 
বিশ্বে চলচ্চিত্রের সঙ্গে জড়িত প্রযোজক, পরিবেশক আর কলা-কুশলীদের মাঝে মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেপাল হিউম্যান রাইটস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভূমিকা অত্যাধিক। ১০-১২ জুন নেপাল মানবাধিকার চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ নেপাল আন্তর্জাতিক মানবাধিকার চলচ্চিত্র উৎসব ২০১৬। তিনদিনের উৎসবটি কাঠমান্ডুর ললিতপুর স্টাফ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কত দূরে’ উৎসবে  দেখানো হবে ১২ জুন দূপুর  ২টা ১৫ মিনিটে।  

এর আগে মুম্বাই ও মেনস ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ৫ম কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব, ট্রান্সসাহরিয়ান জাগোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ৭ম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১৫ তম রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালসহ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘আকাশ কতো দূরে’।  

ছবিটিতে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ, ফারিয়া হোসেন, মিশা সওদাগর, অঙ্কন প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু ও বেলাল খান। চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন জুলফিকার রাসেল।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
জেএম/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।