আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বাবা মারা গেছেন। তার বাবা মোহাম্মদ আসলাম মঙ্গলবার (১২ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাকিস্তানের সংগীত অঙ্গন ও বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া আতিফ আসলাম সামাজিকমাধ্যমে এক আবেগঘন পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।
তিনি লেখেন, আমার ‘আয়রন ম্যান’-কে শেষ বিদায়। ভালোবাসায় শান্তিতে থাকুন, আবু জি। আমাদের জন্য দোয়া করবেন। পোস্টের সঙ্গে তিনি বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৭ বছর বয়সী মোহাম্মদ আসলাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং কয়েক মাস আগে হার্ট অ্যাটাক হয়েছিল। মঙ্গলবার আসরের নামাজের পর লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
বাবা হারানোর কথা ছড়িয়ে পড়লে বিনোদন জগতসহ আতিফের দেশ-বিদেশের অসংখ্য ভক্ত শোক প্রকাশ করেছেন। শিল্পী, সেলিব্রিটি এবং ভক্তরা সামাজিকমাধ্যমে সমবেদনা জানাচ্ছেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নবাজ শরিফও গভীর শোক প্রকাশ করে আতিফ আসলাম ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন।
এনএটি