ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

বিনোদন

তামিল ছবিতে পরিণীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, জুন ১০, ২০১৬
তামিল ছবিতে পরিণীতি পরিণীতি চোপড়া

নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে অনেক আগেই জায়গা করে নিয়েছেন পরিণীতি চোপড়া। এবার তামিল ছবিতে অভিষেক হতে যাচ্ছে তার।

এতে সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন দক্ষিণের জনপ্রিয় ‍অভিনেতা মহেশ বাবুকে। সবচেয়ে মজার বিষয় হলো, পরি তার পরবর্তী ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’তে একজন তামিল মেয়ের চরিত্রেই অভিনয় করছেন।

নাম না জানা ছবিটি পরিচালনা করবেন এ আর মুরুগাদোস। এতে অভিনয়ের জন্য পারিশ্রমীক হিসেবে বলিউডের এই অভিনেত্রী পাবেন তিন কোটি ৫০ লাখ রুপি। তেলেগু এবং তামিল দুটি সংস্করণে তৈরি হবে নতুন ছবিটি। হিন্দি ভাষাতে এটি ম‍ুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে পরিণীতির একটি ঘনিষ্ঠসূত্র বলেন, হায়দারাবাদের ব্যক্তিগত স্টুডিওতে একটি বিশাল সেট তৈরি করা হয়েছে। তারা ইতিমধ্যে একটি গানের শুটিংয়ের কাজ শুরু করে দিয়েছেন।

সর্বশেষ ২০১৪ সালে ‘কিল দিল’ ছবিতে দেখা গেছে পরিণীতিকে। এতে তার সহশিল্পী ছিলেন রণবীর সিং ও গোবিন্দ। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে। তবে ওজন কমিয়ে সবসময় খবরের শিরোনামে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ১০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।