ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

বিনোদন

আবার আসছেন জিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, জুন ২৫, ২০১৬
আবার আসছেন জিৎ জিৎ

কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী দ্বিতীয়বারের মতো ঘুরে গেলেন ঢাকা। নিজের ছবির প্রচার চালাতেই এসেছিলেন তিনি।

একই উদ্দেশে আগামী ২৯ জুন ঢাকায় আসছেন ওপারের নায়ক জিৎ।

জিৎ ও নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‘বাদশা’ মুক্তি পাচ্ছে ঈদ উপলক্ষে। শ্রাবন্তী শাকিব খানকে নিয়ে ‘শিকারী’র প্রচারণায়ে নেমেছিলেন। এবার জিৎ ফারিয়াকে নিয়ে ‘বাদশা’র গুণগান গাইবেন। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবি দুটি যৌথভাবে প্রযোজনা করেছেন কলকাতার এসকে মুভিজ।  

জানা যায়, একদিন ঢাকায় অবস্থান করবেন জনপ্রিয় নায়ক জিৎ।  ওইদিন বিকালে ঢাকা ক্লাবে ‘বাদশা’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। পরদিন কলকাতায় ফিরে যাবেন জিৎ।

এদিকে এই ঈদ শাকিব খানের জন্য অগ্নিপরীক্ষা। অনেকখানি নিজের মুখোমুখি দাঁড়াচ্ছেন কিংখান। জিতের ‘বাদশা’র বিপরীতে শাকিব লড়তে যাচ্ছেন ‘শিকারী’, ‘সম্রাট’ ও ‘মেন্টাল’ ছবিগুলো নিয়ে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।