হাতে মেহেদি। গায়ে লাল শাড়ি।
বাস্তব নয়, একটি নাটকের দৃশ্য এটি। নাম ‘ছেঁড়া টান’। দৃশ্যধারণের আগে বউ সাজতে অনেক সময় লেগেছে তারিনের। পুরো নাটকে তাকে বধূর সাজেই দেখা যাবে।
গল্পে হিল্লোল অভিনীত চরিত্রের সঙ্গে তারিনের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। তারিনের আগেও একবার বিয়ে হয়েছিলো। ওই সংসারে তার আট বছরের কন্যা আছে। তাকে নতুন শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারবে কি-না তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
‘ছেঁড়া টান’-এর চিত্রনাট্য তৈরি করেছেন জিনাত হোসেন যুঁথি। এর পরিচালক কৌশিক শংকর দাস বাংলানিউজকে বলেন, 'তারিনের চরিত্রটির বিয়েকে কেন্দ্র করে এগোয় কাহিনি। কিন্তু গল্পের মূলে আছে তার আট বছরের কন্যা। মায়ের বিয়ের সময় সন্তানের মানসিক পরিস্থিতি কেমন হয় তা-ও দেখানোর চেষ্টা করেছি। ’
নাটকটিতে তারিন ও হিল্লোলের পাশাপাশি অভিনয় করেছেন লায়লা হাসান, আলভী, স্নিগ্ধা মমিন ও শিশুশিল্পী দিয়া। ‘ছেড়া টান’ নাটকটি ঈদের দিন বিকেল ৫টায় দীপ্ত টিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
জেএমএস/জেএইচ