ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ১৭তম আসরে বাজিমাত করলো ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘বাজিরাও মাস্তানি’। সামনের সারির চারটি ও কারিগরি শাখার নয়টি মিলিয়ে মোট ১৩টি পুরস্কার জিতেছে ছবিটি।
সুজিত সরকারের ‘পিকু’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার বাগিয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘বাজিরাও মাস্তানি’র জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। ৩০ বছর বয়সী এই তারকা বলেন, ‘আশা করি, বানসালি স্যারের সঙ্গে মিলে নিয়মিত জাদু দেখাবো। ’
ছবিটি সঞ্জয়লীলা বানসালিকে এনে দিয়েছে সেরা পরিচালকের সম্মান। অষ্টাদশ শতকের মারাঠা যোদ্ধা বাজিরাওয়ের জীবনকে সেলুলয়েডে তুলে এনে মুগ্ধ করেছেন তিনি। বানসালি বলেন, ‘এসব অর্জনে আমি পুরোপুরি অভিভূত। ছবিটির জন্য কাউকে ধন্যবাদ দেবো না। কারণ শুধু ধন্যবাদ যথেষ্ট নয়। '
‘বাজিরাও মাস্তানি’র সুবাদে প্রিয়াঙ্কা চোপড়া সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন। এ ছাড়া আইফার বিশেষ পুরস্কার ওম্যান অব দ্য ইয়ার (বর্ষসেরা নারী) দেওয়া হয় তাকে।
সেরা ছবির পুরস্কার পেয়েছে কবির খান পরিচালিত সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’। ভুল করে ভারতে চলে আসা পাকিস্তানি বালিকাকে তার দেশে ফিরিয়ে দিয়ে আসতে হিন্দু তরুণের রোমাঞ্চকর অভিযান দেখা গেছে এতে।
আজীবন সম্মাননা পেয়েছেন শ্রীদেবী। তাকে ভাবা হয় হিন্দি চলচ্চিত্রের প্রথম নারী সুপারস্টার। দুই ঘণ্টার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দুই অভিনেতা ফারহান আখতার ও শহিদ কাপুর। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির ‘সেনোরিটা’ গানের তালে নৃত্য পরিবেশন করেন সুপারস্টার হৃতিক রোশন। ২০১১ সালে ছবিটির অনেকাংশের কাজ হয়েছিলো স্পেনে।
স্পেনকে আইফার জন্য বেছে নেওয়ায় অনুষ্ঠানের শুরুতে ধন্যবাদ জানিয়ে মাদ্রিদের মেয়র ম্যানুয়েলা কারমেনা বলেন, ‘প্রিয় বন্ধুরা, আপনাদের এখানে পেয়ে খুব ভালো লাগছে। আমি সত্যিই আনন্দিত। ’
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
জেএইচ