ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুন্নীর উপস্থাপনায় ‘কথার মানুষ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
মুন্নীর উপস্থাপনায় ‘কথার মানুষ’

দেশ ও মানুষের কথা বলে যাদের দিন কাটে তেমন কয়েকজন সাংবাদিকের অংশগ্রহণে তৈরি হলো ‘কথার মানুষ’। যারা দিনরাত পরিশ্রম করে অন্যের কথা সংবাদের ভাষায় প্রকাশ করেন, তারা নিজেদের ব্যক্তিজীবন ও কর্মজীবনের গল্পগুলো ভাগাভাগি করেছেন আলাপচারিতায়।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন মঞ্জুরুল ইসলাম, মুন্নী সাহা, সামিয়া রহমান, ফারজানা রুপা, ফারজানা মিথিলা ও নবনিতা চৌধুরী।   তারা জানিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ ও মজার কিছু ঘটনা।

ঈদের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি বাংলানিউজকে বললেন, ‘সাংবাদিকদের পেশাটা অন্যরকম। সাংবাদিকদের বেঁধে দেয়া কোনো সময় নেই। সময়ের প্রয়োজনে সাপ্তাহিক ছুটি পর্যন্ত বাতিল করতে হয়।   তাছাড়া পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে সাংবাদিকরা খুব কমই সময় দিতে পারেন।   ঈদের দিনেও তাদেরকে সংবাদের পেছনে দৌড়াতে হয়। এই অনুষ্ঠানে সাংবাদিকরা দেশের প্রতি তাদের দায়বদ্ধতার ব্যাপারটি স্পষ্ট করেছেন। একটি সংবাদের পেছনে তারা নিরলস যে পরিশ্রম করেন তা তুলে ধরেছেন। ’

সম্প্রতি বিটিভির স্টুডিওতে ছয় সাংবাদিককে নিয়ে অনুষ্ঠানটির ধারণ কাজ সম্পন্ন হয়। ঈদের পরদিন সন্ধ্যা সাতটায় বিটিভিতে প্রচার হবে ‘কথার মানুষ’। পরিকল্পনায় হারুন অর রশিদ, প্রযোজনায় মোহাম্মদ মাহফুজুর আহমেদ।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।