ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

কারিনাকে নিয়ে আবার ‘গোলমাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, জুন ৩০, ২০১৬
কারিনাকে নিয়ে আবার ‘গোলমাল’

‘গোলমাল’ সিরিজের চতুর্থ কিস্তি ‘গোলমাল ফোর’ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক রোহিত শেঠি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করার জন্য বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে রাজি করিয়েছেন তিনি।

 

এ বিষয়টি নিশ্চিত করে রোহিত বলেন, কারিনা ‘গোলমাল ফোর’-এ অভিনয় করার সম্মতি জানিয়েছেন। যদিও কিছু সময়ের জন্য বেবো (কারিনার ডাকনাম) একটু দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছিলেন। কারণ তার হাতে রিভু দাসগুপ্তের থ্রিলার ধাঁচের একটি ছবির প্রস্তাব ছিলো। কিন্তু সর্বশেষ তিনি রাজি হয়ে গিয়েছেন।

‘গোলমাল ফোর’-এর একটি ঘনিষ্ঠসূত্র বলেন, কারিনা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অবশ্য তিনি এর আগে অজয় দেবগানের সঙ্গে ‘গোলমাল থ্রি’তে (২০১০) কাজ করেছিলেন। এ ছাড়া ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী কমেডিতে বেশ পারদর্শী।

এদিকে, কয়েক মাস স্নায়ু যুদ্ধের পর ‘গোলমাল ফোর’-এর মাধ্যমে নিজেদের মনোমালিন্য দূর করতে যাচ্ছেন অজয় দেবগণ ও রোহিত শেঠি। কিছ‍ুদিন আগে রোহিতের একটি কথায় খুবই কষ্ট পেয়েছিলেন বলিউডের এই অভিনেতা এ কারণে দু’জনের মধ্যে টানাপোড়েন চলছিলো।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
জেএমএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।