ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

বিনোদন

বিরতিতে যাচ্ছেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, জুলাই ২, ২০১৬
বিরতিতে যাচ্ছেন কারিনা কারিনা কাপুর খান

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি অন্তঃসত্ত্বা? তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রের জানানো খবর সেই আভাসই দিচ্ছে।

বলিউডের কয়েকটি সূত্রও ইঙ্গিত দিয়েছে, পতৌদির বেগম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হাতে থাকা ‘ভিরে ডি ওয়েডিং’-এ নিজের কাজ শেষ করে ফেলবেন।

এসবের কারণ ততোদিন তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে যাবেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।  

গুঞ্জন যতোই ছড়াক, বেবো (কারিনার ডাকনাম) কিন্তু সন্তানসম্ভবা হওয়ার খবরটি এখনও স্বীকার করেননি। তিনি ঘুরেফিরে একই কথা বলে আসছেন, এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত হলে স্বামী সাইফ আলি খানকে নিয়ে বিবৃতি দেওয়ার আশ্বাস দিয়ে রেখেছেন। ফলে জল্পনা চলছেই।  

এদিকে ‘গোলমাল’ সিরিজের চতুর্থ ছবিতে কারিনা থাকবেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ‘গোলমাল রিটার্নস’ (২০০৮) ও ‘গোলমাল থ্রি’ (২০১০) ছবিতে অভিনয় করেন তিনি।

তবে এবারের ছবির দৃশ্যধারণের সময় কারিনা সন্তানসম্ভবা থাকবেন ভেবে শ্রদ্ধা কাপুর কিংবা আলিয়া ভাটের মধ্যে একজনকে নেওয়ার কথা পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আগের ছবিগুলোর তারকাদের মধ্যে অজয় দেবগন, তুষার কাপুর ও কুনাল খেমুকে ফিরিয়ে আনা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।