ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

বিনোদন

ইউরো কাপে রণবীরের জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, জুলাই ৭, ২০১৬
ইউরো কাপে রণবীরের জন্মদিন উদযাপন

ফ্রান্সের প্যারিসে গত মার্চ থেকে ‘বেফিকরে’ ছবির কাজে ব্যস্ত ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। সম্প্রতি এর শেষ ধাপের দৃশ্যায়ন হয়েছে।

তাই মুম্বাই ফেরার আগে ছোটখাটো একটা ছুটি নিয়ে নিলেন ৩০ বছর বয়সী এই তারকা।  

বুধবার (৬ জুলাই) ছিলো রণবীরের ৩১তম জন্মদিন। এই দিনে ফ্রান্সের লিওনে ইউরো কাপের পর্তুগাল বনাম ওয়েলসের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন ‘বাজিরাও মাস্তানি’ তারকা।  

দর্শকে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে তোলা একটি ছবি শেয়ার করেছেন রণবীর। তাকে এতে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। খেলাটি সামনাসামনি দেখতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত।  

স্থিরচিত্রটির ক্যাপশনে রণবীর নিজেকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ওয়েলস বনাম পর্তুগাল। সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে এখানে! শুভ জন্মদিন রণবীর। '

আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’ মুক্তি পাবে এ বছরের ৯ ডিসেম্বর। রোমান্টিক-কমেডি ধাঁচের ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন বাণী কাপুর।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।