ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বিনোদন

ক্যাটরিনাকে ‍অমিতাভ বচ্চনের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জুলাই ১৭, ২০১৬
ক্যাটরিনাকে ‍অমিতাভ বচ্চনের শুভেচ্ছা অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ৩৩তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। ‘ফিতুর’ তারকাকে উদ্দেশ্য করে শনিবার (১৬ জুলাই) টুইটারে ৭৩ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘শুভ জন্মদিন ক্যাটরিনা।

সবসময় সুখে থেকো। ’

২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন ক্যাট। এতে সহশিল্পী হিসেবে বিগ বিকে পেয়েছিলেন তিনি। এরপর ‘সরকার’ ছবিতে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করেন তারা।

নিত্য মেহরা পরিচালিত ‘বার বার দেখো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। এতে তার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে অমিতাভকে সামনে দেখা যাবে ‘পিঙ্ক’ নামের একটি ছবিতে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।