চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের গানের ভান্ডার নিয়ে তৈরি হলো ধারাবাহিক অনুষ্ঠান ‘পালকি’। এখানে শুধু তার লেখা গান গাইবেন এই সময়ের শিল্পীরা।
এ প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেছেন, ‘মানুষ আসবেন আবার চলেও যাবেন। কিন্তু তাদের কীর্তি পৌঁছে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। অন্তর থেকে অনুভব করে বাংলা গানকে বাঁচিয়ে রাখার এই বিশেষ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ’
পরিচালক জামাল রেজা জানান, অনুষ্ঠানের প্রতি পর্বে পাঁচ থেকে ছয়টি গান থাকবে। চ্যানেল আইয়ে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে শুরু হচ্ছে এটি। প্রচার হবে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টায়।
গাজী মাজহারুল আনোয়ারের জন্ম ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি। ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে ‘আয়না ও অবশিষ্ট’র জন্য।
গাজী মাজহারুল আনোয়ারের লেখা উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে- জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা বলরে এবার বল, একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়, জন্ম আমার ধন্য হলো, গানেরই খাতায় স্বরলিপি, আকাশের হাতে আছে একরাশ নীল, যার ছায়া পড়েছে, শুধু গান গেয়ে পরিচয়, গীতিময় সেইদিন চিরদিন, ও পাখি তোর যন্ত্রণা, ইশারায় শীষ দিয়ে, চক্ষের নজর এমনি কইরা, এই মন তোমাকে দিলাম, চলে আমার সাইকেল হাওয়ার বেগে ইত্যাদি। ২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ারকে ২০০২ সালে একুশে পদকে ভূষিত করা হয়।
বাংলাদেশ সময় : ০০৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জেএইচ