ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ষাটের দশকের সাজে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ষাটের দশকের সাজে (বাঁ থেকে) হিল্লোল, অপর্ণা ঘোষ ও মিশু সাব্বির

কপাল ছুঁয়ে লেপ্টে রাখা চুল।  হাতে কাঁচের চুড়ি।

কানে বড় দুল। চোখে টানা কাজল। কপালে টিপ। লাল-কালো বলপ্রিন্ট শাড়ির সঙ্গে হাতাকাটা ব্লাউজ। পুরো সাজগোজে অপর্ণা ঘোষ যেন ষাটের দশকের অভিনেত্রী। ‘খায়রুজ্জামান বাবুর প্রেম ঘটিত ইচ্ছাগুলো’ টেলিছবিতে তাকে এভাবেই দেখা যাবে।

অভিনেতা হিল্লোল আর মিশু সাব্বিরের পোশাকও পুরনো দিনের। ছেলেরা আগে যেমন প্রিন্টের ফুলহাতা শার্ট আর ঢিলেঢালা প্যান্ট পরতেন, এই দু’জনের গায়েও সেগুলোই দেখা যাচ্ছে।  

অপর্ণা বললেন, ‘এ রকম করে আগে কখনও সাজিনি। সচরাচর মেয়েদের মধ্যে এই সাজগুলো এখন আর চোখে পড়ে না। বলতে পারেন আমাদের সাজগোজ এর বিশেষ আকর্ষণ। ’

গল্পে দেখা যাবে, তিনজন একই অফিসে কাজ করেন। সহকর্মী হিসেবে মাঝে মধ্যে আড্ডা দেওয়ার সুবাদে তিনজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে তা গড়ায় ত্রিভুজ প্রেমে!

আলভি আহমেদের রচনা ও পরিচালনায় ‘খায়রুজ্জামান বাবুর প্রেম ঘটিত ইচ্ছাগুলো’র দৃশ্যধারণ রাজধানীর উত্তরায় শুরু হয়েছে গত ২২ আগস্ট থেকে। বুধবার (২৪ আগস্ট) হবে শেষ দিনের কাজ। টেলিছবিটি আসন্ন ঈদুল আজহায় চ্যানেল নাইনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।