ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মানালিতে অনিমেষ আইচের দুই নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
মানালিতে অনিমেষ আইচের দুই নাটক

প্রতিবারের মতো এবারের ঈদ উপলক্ষে অনিমেষ আইচ কয়েকটি নাটক পরিচালনা করছেন। এর মধ্যে দুটির কাজ হলো ভারতের মানালিতে।

এগুলো হলো সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দাদার দেশের জামাই’ এবং একক নাটক ‘শব্দভূষণ’।  

এগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রওনক হাসান, ভাবনা, বাধঁন, ভারতীয় শিল্পী রমা ও সুমি। দুটি নাটকের দৃশ্যায়নে সময় লেগেছে ১০ দিন।  

মানালিতে কাজ করা প্রসঙ্গে অনিমেষ আইচ বাংলানিউজকে বলেন, ‘এমন পরিবেশে কাজ করার মধ্যে মজা ও আনন্দ দুটোই আছে। সবাই সকাল ৬টায় ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিতো। কাজ শেষ করতে করতে রাত ১০-১১টা বাজতো। প্রত্যেকে সেরাটুকু দিয়েছেন। ’

আসন্ন ঈদুল আজহায় পৃথক দুটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ধারাবাহিক ও একক নাটকটি।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।