ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পৌষ মাসের পিরিত’ নিয়ে ফিরছেন টনি ডায়েস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
‘পৌষ মাসের পিরিত’ নিয়ে ফিরছেন টনি ডায়েস

জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস সাত বছর ধরে আমেরিকা প্রবাসী। বহু বছর পর্দায় দেখা যায় না তাকে।

ভক্তদের জন্য সুখবর হলো, রূপালি পর্দায় ফিরছেন তিনি। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘পৌষ মাসের পিরিত’।

ফরিদপুরের মানুষ নরেন্দ্রনাথ মিত্রর ‘রস’ গল্প অবলম্বনে গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত প্রেমের ছবিটিতে টনিকে দেখা যাবে মোতালেব চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি ও প্রিয়াংকা।

নিজের অভিনীত ছবির মুক্তির খবরে খুশি টনি ডায়েস। কয়েক বছর আগে এর কাজ করেছিলেন জানিয়ে আমেরিকা থেকে ফেসবুক ইনবক্সে বাংলানিউজকে তিনি বলেছেন, ‘নার্গিস আক্তার সবসময় তার চলচ্চিত্রের জন্য সুন্দর গল্প বেছে নেন। এটাও সেরকমই একটি ভালো গল্প। একজন অভিনেতা ভালো গল্প, চরিত্র, পরিচালক ও ভালো টিম পেলে নিজের সবটুকু দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টা করে। আমিও সেই চেষ্টাটি করেছি। ’
দৃশ্যধারণের ঘটনা জানিয়ে টনি বাংলানিউজকে বলেন, ‘যশোরে শীতকালে অনেক কষ্টে শুটিং করেছি। ঠান্ডার মধ্যে খেজুর গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। এজন্য হাসপাতালেও যেতে হয়েছিলো আমাকে। খাজুরা গ্রামটি অনেক সুন্দর। চমৎকার সেখানকার মানুষগুলো। তাদের কাছে অনেক কিছু শিখেছি। ওখানে যে ভালোবাসা পেয়েছি, তা কোনোদিন ভুলবো না। ’

টনি ডায়েস এর আগে নার্গিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ ছবিতে অভিনয় করেন। এতেও তার বিপরীতে ছিলেন পপি। সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। ‘পৌষ মাসের পিরিত’ টনির দ্বিতীয় ছবি। এর চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান। গানগুলো সুর করেছেন আলাউদ্দিন আলী।

টনি জানান, মাঝে ২০১৩ সালে বেশ কিছুদিনের জন্য ঢাকায় এসেছিলেন তিনি। আবার কবে ফিরবেন? উত্তরে আশার কথা শুনিয়ে বললেন, ‘২০১৭ সালের জানুয়ারী অথবা ফেরুয়ারিতে ঢাকায় ফিরবো। ’

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।