ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নজরুলের প্রয়াণ দিবসের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
নজরুলের প্রয়াণ দিবসের আয়োজন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টিভি চ্যানেলগুলো। এর মধ্যে আছে নাটক, গান, চলচ্চিত্র, আবৃত্তিসহ নানান কিছু।

সেগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটির খবর জেনে নিন।  

আমার আপনার চেয়ে আপন যে জন
ফেরদৌস আরার কণ্ঠে নজরুলের চারটি গান নিয়ে সাজানো মিউজিক ভিডিও নিয়ে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। পরিচালনা করেছেন অনন্যা রুমা।  ভিডিওগুলো নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান ও আমজাদ হোসেন।  

কাজী হায়াতের নির্মাণে ‘পাইয়া ফিরে চালাও তরণী’ গানে অভিনয় করেছেন মেহমুদ ও মীম। নজরুলের প্রেম পর্যায়ের গান ‘প্রিয়া মোছ এ আঁখি জল’ গানে মতিন রহমানের নির্দেশনায় মডেল হয়েছেন সালমান ডেভিড ও নওশীন নদী। সোহানুর রহমান সোহানের বানানো ‘আমার আপনার চেয়ে আপন যেজন’ গানে আছেন মারিয়া মিষ্টি ও বাপ্পি। ‘এ ঘর ভোলানো সুর’ গানের চিত্রায়ন করেছেন আমজাদ হোসেন। এতে মডেল হন জায়ান ও সিনি স্নিগ্ধা। চ্যানেল আইতে এটি প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

এদিকে বাংলাভিশনে বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘না মিটিতে সাধ মোর’।

* ‘গভীর নিশীথে’ নাটকে বাঁধন ও ইন্তেখাব দিনার। এনটিভিতে প্রচার হবে রাত সাড়ে ১১টায়। চিত্রনাট্য পান্থ শাহরিয়ার, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামূল।

* ‘রাক্ষুসী’ নাটকে সাবিহা জামান ও চম্পা। আরটিভিতে প্রচার হবে বিকেল সাড়ে ৫টায়। পরিচালনায়। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রসূন আজাদ।

* ‘শিউলিমালা’ নাটকে ভাবনা। মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে রাত ১২টা ২ মিনিটে। এতে আরও অভিনয় করেছেন সাঈদ বাবু।

* জয়ন্ত চট্টোপাধ্যায়। ‘আমারে দেব না ভুলিতে’ অনুষ্ঠানে উপস্থাপনার পাশাপাশি আবৃত্তি করেছেন তিনি। মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে রাত ১১টায়। এখানে গাইবেন নজরুলসংগীতের দুই প্রজন্মের দুই শিল্পী সালাহউদ্দিন আহমেদ ও প্রিয়াঙ্কা গোপ।

* তানভীর আলম সজীব ও প্রিয়াংকা গোপ। আরটিভির ‘আপনার চেয়ে আপন যে জন’ অনুষ্ঠানে গাইবেন তারা। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ২৫ মিনিটে। উপস্থাপনায় শিমুল মুস্তাফা।

* জাতীয় কবির গল্প অবলম্বনে নির্মিত ‘মেহের নেগার’ ছবিতে ফেরদৌস ও মৌসুমী। চ্যানেল আইতে দুপুর ১টা ০৫ মিনিটে প্রচার হবে এটি। পরিচালনা করেছেন মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার। এতে আরও অভিনয় করেছেন ইরিন জামান, প্রবীর মিত্র প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
জেএইচ/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।