ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে ‘অজ্ঞাতনামা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
স্টার সিনেপ্লেক্সে ‘অজ্ঞাতনামা’

তৌকীর আহমেদ পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ বিষয়বস্তু, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের নৈপুণ্যে প্রশংসিত হয়েছে। দেশজুড়ে মুক্তির দ্বিতীয় সপ্তাহে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আসছে এটি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে এখানে ছবিটি চলবে।  

প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড থেকে বলা হয়েছে, প্রথম সপ্তাহে বেশিসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় অনেকেই ছবিটি উপভোগ করতে পারেননি। বিশেষ করে রাজধানীর দর্শকদের কথা মাথায় রেখে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘অজ্ঞাতনামা’।  

এ প্রসঙ্গে তৌকীর বলেন, ‘বাংলাদেশের বাস্তবতায় একটি ছবি সারাদেশে বেশিসংখ্যক সিনেমা হলে একসঙ্গে মুক্তি দেওয়া যায় না। আমাদের সিনেমা হল এখন হাতেগোনা বলা চলে। তবুও সারাদেশে ছবিটি দেখাতে চেষ্টা করছি আমরা। ’

ছবিটিতে অভিনয় করছেন মোশাররফ করিম, নিপুণ, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান, মোমেনা চৌধুরী, জুঁই করিম, সুজাত শিমুল প্রমুখ। গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকীর আহমেদ নিজেই।

‘অজ্ঞাতনামা’র মাধ্যমে দীর্ঘ আট বছর পর চলচ্চিত্র তৈরি করেছেন তৌকীর। তার অাগের ছবিগুলো হলো ‘জয়যাত্রা’ (২০০৪), ‘রূপকথার গল্প’ (২০০৬) ও ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭)।  

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।