ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছোটপর্দায়ও শাকিব খানের দাপট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
ছোটপর্দায়ও শাকিব খানের দাপট! শাকিব খান, ছবি-বাংলানিউজটোয়েন্টফোর.কম

সচরাচর টেলিভিশন অনুষ্ঠানে হাজির হন না। চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে এবারের ঈদে দেখতে পাবেন একুশে টিভির দর্শকেরা।

এর পাশাপাশি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে শাকিবের পুরনো ছবি। এর মধ্যে দুটি চ্যানেলেই দেখানো হবে ১৮টি। সব মিলিয়ে ঈদে বড়পর্দার এই নায়কের দখলে থাকবে ছোটপর্দাও।

সাতদিনের ঈদ আয়োজন করেছে একুশে টেলিভিশন। ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শাকিব খান। এতে নায়ক নিজের গান ও ছবি নিয়ে কথা বলবেন। দেখানো হবে শাকিব অভিনীত ১০টি গান। গানের পেছনের গল্পও বলবেন শাকিব।  

একই চ্যানেলে থাকছে শাকিব খান অভিনীত ছয়টি ছবি। প্রচার শুরু হবে প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিটে শুরু হবে। ছবিগুলো হলো- ‘মনে প্রাণে আছো তুমি’,  ‘পূর্ণদৈর্ঘ্য  প্রেমকাহিনি ২’, ‘সবার উপরে তুমি’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘ সাহেব নামের গোলাম’ ও ‘কাবিন নামা’।

এদিকে বৈশাখী টিভিতে থাকছে শাকিব খানের ১৪টি ছবি। ঈদের সাতদিন জুড়ে প্রতিদিন  দুটি (সকাল ৯টা ৩০ ও দুপুর ২টা ৩০মিনিট)করে ছবি দেখানো হবে। ছবিতে থাকবে না কোনো বিজ্ঞাপন বিরতি। ছবিগুলো হলো- ‘আমার বুকের মধ্যখানে’, ‘এক মন এক প্রাণ’, ‘নিষ্পাপ মুন্না’, ‘রাজা ৪২০’, ‘সেরা নায়ক’, ‘লাভ ম্যারেজ’, ‘বল না তুমি আমার’, ‘ঢাকার কিং’, ‘বল না কবুল’, ‘ডেয়ারিং লাভার’, ‘মনের ঘরে বসত করে’, ‘হিটম্যান’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘রাজা বাবু’।  

এই ঈদে বড়পর্দায় শাকিব অভিনীত দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে ‘শুটার’ পেয়েছে ছাড়পত্র। অন্যদিকে ‘বসগিরি’ও প্রস্তুত। দুটি ছবিতেই তার নায়িকা বুবলী।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১ম ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।