ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চার দেশের চার উৎসবে ‘জালালের গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
চার দেশের চার উৎসবে ‘জালালের গল্প’ ‘জালালের গল্প’ ছবিতে মোশাররফ করিম ও মৌসুমী হামিদ

‘জালালের গল্প’ মুক্তির এক বছর পূর্ণ হলো রোববার (৪ সেপ্টেম্বর)। গত বছর এই দিনে মুক্তির পর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ১১ সপ্তাহ চলেছে এটি।

নতুন খবর হলো, রাশিয়া, উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা ও ভারতের হায়দরাবাদের উৎসবে অংশ নিতে যাচ্ছে আবু শাহেদ ইমনের এই ছবি। এর মধ্যে তিনটি আয়োজনেই এটি থাকছে মূল প্রতিযোগিতায়।

রাশিয়ার তাতারস্তানের কাজান শহরে ৫ থেকে ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরের মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ‘জালালের গল্প’। অর্ধশত দেশের ৭০০টিরও বেশি থেকে মাত্র ৯টি ছবি মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। বাংলাদেশ লড়বে কাজাকস্থান, চীন, ইরান, কিরিকিস্তান, মালয়েশিয়া, রাশিয়া, সার্বিয়া ও আরব আমিরাতের সঙ্গে। ২০০৫ সালে শুরু হওয়া এ উৎসব রাশিয়ান ফেডারেশনের রিপাবলিক অব তাতারস্থানে অনুষ্ঠিত হয়ে আসছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে।  

উত্তর কোরিয়ার পিইয়ংওয়াং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও মূল প্রতিযোগিতায় লড়বে ‘জালালের গল্প’। উত্তর কোরিয়ার সরকারের আয়োজনে সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত এটি। ২০০২ সালে শুরু হয়ে দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় উৎসবটি। এবার ১৫তম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

শ্রীলংকার জাফনা প্রভিন্সের জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর। এখানেও ‘জালালের গল্প’ লড়বে মূল প্রতিযোগিতায়।  

এদিকে হায়দারাবাদের রামুজি ফিল্ম সিটিতে অল লাইটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ বছর অস্কারে বিদেশি চলচ্চিত্র বিভাগের প্রতিযোগিতায় অংশ নেয়া ছবিগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু ছবি নিয়ে আয়োজিত একটি বিশেষ সেকশনে দেখানো হবে ‘জালালের গল্প’। আরও থাকছে অস্কারজয়ী ‘সান অব সাউল’ও। এ উৎসব চলবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর।  

২০১৪ সালের ৫ অক্টোবরের বুসান উৎসবে বিশ্ব প্রিমিয়ার হওয়ার পর গত দুই বছর ধরে বিশ্বের ৩০টিরও বেশি গুরুত্বপূর্ণ উৎসবে প্রদর্শিত, পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে ‘জালালের গল্প’। ২০১৫ সালে অস্কারে বিদেশি ভাষার বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ছবিটি।

ছবিটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মৌসুমী হামিদ, শর্মীমালা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।