ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিশার হাতে জিম্মি নাঈম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
তিশার হাতে জিম্মি নাঈম! ‘জিম্মি’র দৃশ্যে এফএস নাঈম ও নুসরাত ইমরোজ তিশা

মাথায় ববকাট চুল। গলায় বড় চেইন।

হাতে কালো ব্রেসলেট। কালো টি-শার্টের ওপর লাল চেকশার্টের বোতাম খোলা। ছেঁড়া-ফাটা কালো প্যান্ট। হাতে পিস্তল। সব মিলিয়ে রাফ অ্যান্ড টাফ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। টমবয় বেশে তিনি পিস্তল তাক করে রেখেছেন সোফায় পড়ে থাকা এফএস নাঈমের দিকে।  

তিশার পা সোফায়। ভালোভাবেই বোঝা যাচ্ছে, নাঈমকে জিম্মি করে রেখেছেন তিনি। বাস্তবে নয়, নাটকে দেখা যাবে এ দৃশ্য। এর মাধ্যমে দেড় বছরেরও বেশি সময় পর আবার একসঙ্গে কাজ করলেন তিশা ও নাঈম। সবশেষ ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’র নাটক ‘প্রতীক্ষা’য় দেখা গেছে তাদেরকে।  

‘জিম্মি’র রচয়িতা শাহরিয়ার তাশদিক বাংলানিউজকে জানান, গল্পটা রহস্যে ঘেরা। তিশার উপস্থিতি বেশ রহস্যজনক। নাঈম সব কাজেই দায়িত্বহীনতার পরিচয় দেন। তিনি সময়মতো অফিসে যেতে পারেন না। তার বস এক রাতে তাকে ২০ লাখ টাকা জমা রেখে সকালে ফিরিয়ে দিতে বলে। কিন্তু সকালে নাঈমের বাসায় আগন্তুক হিসেবে তিশা এসে হাজির হন। এরপর নাঈমকে তিনি জিম্মি করে নির্যাতন করেন। তার ফোন বন্ধ করে নিজের কাছে রেখে দেন তিশা। এদিকে নাঈমের ফোন বন্ধ পেয়ে পুলিশ খবর দেন বস।

খায়রুল পাপনের পরিচালনায় নাটকটিতে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন সুজাত শিমুল। এ ছাড়াও অাছেন কচি খন্দকার, জামাল রাজা, আঁচল প্রমুখ।  

গত ৩ সেপ্টেম্বর থেকে উত্তরার স্বপ্নীল-৪ শুটিং হাউজে এর দৃশ্যায়ন শুরু হয়েছে। রোববার কাজ হচ্ছে ‘আপনঘর’ শুটিং হাউজে। আরও দুই দিন চিত্রায়ন হবে। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৮টায় দীপ্ত টিভির পর্দায় প্রচার হবে ‘জিম্মি’।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।