ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকা ঢোলকস নাকি খুলনা খঞ্জনিস?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
ঢাকা ঢোলকস নাকি খুলনা খঞ্জনিস?

গানের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান এমপিএলের (মিউজিক্যাল প্রিমিয়ার লীগ) ১৮টি পর্ব শেষ হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

এখানে অংশ নেবে দুই গ্র্যান্ড ফিনালিস্ট দল ঢাকা ঢোলকস ও  খুলনা খঞ্জনিসের প্রতিযোগিতারা।  

ঢাকা ঢোলকসের আইকন সিংগার নিশীতা ও খুলনা খঞ্জনিসের আইকন সিংগার সাব্বির নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন। দুই দলে ৪ জন করে প্রতিযোগী অংশ নেবে চারটি রাউন্ডে, অবতীর্ণ হবে গানের লড়াইয়ে।

এ ছাড়া অনুষ্ঠানের ৩ জন বিচারক শাকিলা শর্মা, বাপ্পা মজুমদার ও পার্থ বড়ুয়া অংশ নেবেন একটি মেলোডি পরিবেশনায়।  

সন্ধ্যা সাড়ে ৭টায় গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সেভেন আপের সহযোগিতায় অনুষ্ঠান আয়োজনে রয়েছে এশিয়াটিক থ্রি সিক্সটি ও পরিচালনা করেছেন তাহের শিপন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।