ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অগ্নিলার লাল শাড়ি উড়ছে (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
অগ্নিলার লাল শাড়ি উড়ছে (ভিডিও) অগ্নিলা ইকবাল

জলেভেজা সাগরপাড়ে পায়ে পায়ে এগোচ্ছেন অগ্নিলা ইকবাল। খোলা চুল।

হাওয়ায় উড়ছে তার লাল শাড়ি। ‘আবার এলো যে সন্ধ্যা’ গানের মিউজিক ভিডিওর শুরুতে এভাবেই পাওয়া গেলো তাকে। এতে রূপা চরিত্রে মডেল হয়েছেন তিনি।  

কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের চিকিৎসা সহায়তায় তার কালজয়ী গানটির ভিডিও নির্মাণ করেছেন রেদওয়ান রনি। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে প্রাণ স্ন্যাকস টাইমের ইউটিউবে এসেছে এটি। এর চিত্রায়ন হয়েছে কক্সবাজারে।  

ভিডিওতে রুদ্র চরিত্রে মডেল হয়েছেন আজাদ। এর গল্পে বলা হয়েছে রুদ্র ও রূপার ভালোবাসার স্মৃতি। এক বছর আগে রূপাকে নিয়ে সমুদ্র সৈকতে এসেছিলো রুদ্র। রূপার বেশকিছু ছবি তোলে সে। কিন্তু দুরারোগ্য ব্যাধি লিউকোমিয়ায় আক্রান্ত রূপাকে মৃত্যু মেনে নিতে হয়েছে। এক বছর পর রুদ্র সাগরপাড়ে গিয়ে অশ্রুসজল হয়ে ওঠে। ভিডিওর শেষে দেখানো হয় রুদ্রর তোলা রূপার শেষ ছবি।

এবারই প্রথম মিউজিক ভিডিওতে মডেল হলেন অগ্নিলা। তিনি বলেছেন, ‘কাজটি করার আগে খুবই নার্ভাস ছিলাম। ভয় পাচ্ছিলাম কালজয়ী একটি গানের মডেল হবো ভেবে। তবে এখন আমার মনে হচ্ছে, সুন্দর একটা ভিডিও হয়েছে। এজন্য নির্মাতাকে ধন্যবাদ। তার সহযোগিতা ছাড়া এটা করতে পারতাম না। ’ 

লাকী আখন্দের জন্য এই উদ্যোগের প্রশংসা করে অগ্নিলা বলেন, ‘লাকী আখন্দ বাংলাদেশের একজন কিংবদন্তি। তার এমন কিছু গান আমাদের সবার রক্তে মিশে আছে। আমাদের আগের প্রজন্ম এগুলো বেড়ে উঠেছেন। আমরাও এগুলো শুনে বেড়ে উঠেছি। তিনি এখন গুরুতর অসুস্থ। তাকে সহযোগিতা করতে মহতি একটা উদ্যোগ নিয়ে এগিয়ে আসার জন্য প্রাণ-আরএফএলকে ধন্যবাদ। ’ 

ভিডিওটি দর্শক-শ্রোতাদেরকে শেয়ার করার আহ্বানও জানিয়েছেন অগ্নিলা। ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটির কথা লিখেছেন এসএম হেদায়েত।  এর মূল শিল্পী প্রয়াত হ্যাপী আখন্দ। নতুনভাবে এর সংগীতায়োজন করেছেন ও গেয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী লিমন।  

* ‘আবার এলো যে সন্ধ্যা’ গানের ভিডিও : 

আরও পড়ুন :
লাকী আখান্দের জন্য অগ্নিলা

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।