ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুক্রবার আসছে লাবনীর ‘জানিনা পথ চলতে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
শুক্রবার আসছে লাবনীর ‘জানিনা পথ চলতে’

লাবনীর গান গাওয়া ছোটবেলা থেকেই। ধীরে ধীরে গানের গলায় যেমন এসেছে নতুন নতুন সুর তেমনি গানকে ঘিরেই জীবনকেও সাজাতে শুরু করেছেন।

বাংলাদেশ টেলিভিশনেও গাইছেন এক দশকের বেশি সময় ধরে। উৎসবে-পার্বনে টেলিভিশনের পর্দায় লাবনীকে আধুনিক গান গাইতে শোনা যায়। এই প্রথম আসছে তার একক অ্যালবাম। শুক্রবার প্রকাশিত হচ্ছে লাবনীর প্রথম অ্যালবাম ‘জানিনা পথ চলতে’। লেজার ভিশন থেকে প্রকাশিত হচ্ছে এই অ্যালবামটি।

অ্যালবামে থাকছে লাবনীর ছয়টি গান। ‘সাতটি রঙের বৃষ্টিতে’, ‘জানিনা পথ চলতে’, ‘এ হৃদয় হারিয়ে গেলো’, ‘কার বাসরী দিলো না থাকতে ঘরে’, ‘তোমার চোখের অনুরাগে’ ও ‘চোখে তার নেশা নেশা’।
 
বেশ খানিকটা এক্সাইটেড নাঈমা সুলতানা লাবনী বৃহস্পতিবার রাতে বাংলানিউজকে বললেন, গানকে জীবনের সাথে মিশিয়ে নিয়েই গাই। ফলে বাড়তি করে ভালোবাসতে হয় না। ছেলেবেলা থেকেই গাইছি, টেলিভিশনে রেডিওতেও গেয়েছি, এবার মনে হলো একটি অ্যালবাম করি তাই করে ফেললাম।

গানগুলো লিখেছেন বিজন, কাজল ও সোহেল রাজ। আর সুর করেছেন বিজন ও সোহেল রাজ। আর সঙ্গীতায়োজন করেছেন পলাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী লাবনী বর্তমানে গানকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রেখেই পথ চলতে চান।

বাংলাদেশ সময় ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এমএমকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।