ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পাহাড়পুর বৌদ্ধবিহারকে ঘিরে ‘চাঁদের শহর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
পাহাড়পুর বৌদ্ধবিহারকে ঘিরে ‘চাঁদের শহর’ ‘চাঁদের শহর’ নাটকের দৃশ্য

বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের স্মারক নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধবিহার। এই প্রত্নতত্ত্বকে ঘিরে তৈরি হলো টিভি নাটক।

এর নাম রাখা হয়েছে ‘চাঁদের শহর’।

নাট্যকার ও পরিচালক রাজিব হাসানের দাবি, এটাই টেলিভিশনে প্রথম প্রত্ননাটক। এর গল্পে দেখা যাবে, পাহাড়পুর বৌদ্ধবিহারে মাটির নিচে লুকিয়ে থাকা মহামূল্যবান হীরামানিক খুঁজে বের করতে আসে চীনা প্রত্নতত্ত্ববিদ সুং সাং। সে জুনায়েদকে লোভ দেখিয়ে তার সঙ্গে চুক্তি করে।  

জুনায়েদ ৯ জন প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ যুবক-যুবতীকে নিয়ে স্থানীয় জামশেদের সহযোগিতায় খোঁড়াখুড়ির কাজ শুরু করে। কিন্তু একসময় তারা বুঝতে পারে সুং সাং ধন-রত্ন নিতে আসেনি। তার লক্ষ্য তৎকালীন সম্রাট অশোকের সাতজন বিজ্ঞানীর লেখা মূল্যবান পুস্তক নেওয়া। শুরু হয় নতুন রহস্য।  

নাটকটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মিথিলা, নিরব, তারিক স্বপন, প্রণব, শিপলু, বর্ষা ও সূচিতা। চ্যানেল আইতে ঈদের পঞ্চম দিন প্রচার হবে ‘চাঁদের শহর’।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।