ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ন্যানসির গানের ভিডিওতে ক্রিকেট, সংগীত ও চলচ্চিত্র শিল্পীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
ন্যানসির গানের ভিডিওতে ক্রিকেট, সংগীত ও চলচ্চিত্র শিল্পীরা ন্যানসি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্মানী না নিয়ে একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী ন্যানসি। এর ভিডিওতে তার পাশাপাশি অংশ নিয়েছেন দেশের ক্রিকেট, সংগীত ও চলচ্চিত্রাঙ্গনের শিল্পী-কুশলীরা।

শুক্রবার (৭ অক্টোবর) ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে এসেছে এটি।

‘পূজো এলো’ শিরোনামের গানটির ভিডিওতে ন্যানসিকে দেখা গেছে পূজার সাজে। এতে মূল মডেল হিসেবে আছেন চিত্রনায়ক শিপন, মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া এবং অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।

এ ছাড়াও আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম, সানোয়ার হোসেন, ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, ইমন সাহা, কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, আগুন, পলি সায়ন্তনী, ইমরান, ধ্রুব গুহ, মেহরাব, জুয়েল মোর্শেদ, রন্টি দাস, সন্দীপন, শাফায়েত, আর্টসেল ব্যান্ডের লিংকন, গীতিকার জাহিদ আকবর, উপস্থাপক ফেরদৌস বাপ্পি, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার এবং প্রযোজক-অভিনেতা ফিরোজ সাঁই।

ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ‘বছর ঘুরে পূজো এলো, বন্ধুরা সব কোথায় গেলো/সবাই মিলে তুলতে হবে প্রতিমাকে আজ মন্ডপে/মিলিয়ে কাঁধে কাঁধ/ভুলে যাই কে কোন জাত’- এমন কথার গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন মিলন এবং সংগীত পরিচালনায় রেজয়ান শেখ ও এমএমপি রনি। গানটিতে ন্যানসির সঙ্গে কোরাস গেয়েছেন মিলন ও সাফায়েত।

* ‘পূজো এলো’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।