ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

‘রাগী’র জন্য গাইলেন ঐশী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, অক্টোবর ৭, ২০১৬
‘রাগী’র জন্য গাইলেন ঐশী ঐশী

নতুন একটি চলচ্চিত্রের গান গাইলেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী ঐশী। ‘রাগী’ নামের ছবির জন্য তৈরি হয়েছে এটি।

‘তোকে ছাড়া’ শিরোনামের এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মাহবুব মেহতাজ। সুরকারও তিনিই।

‘তোকে ছাড়া কি করে একা থাকবো আমি বল/তুই তো আমার বেঁচে থাকার একটাই তো সম্বল’- এমন কথার গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজনে রাফি মোহাম্মদ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর আগারগাঁওয়ের তার স্টুডিওতে এর রেকর্ডিং হয়|

আগামী ১৪ অক্টোবর ছবিটির মহরত হবে। অন্য গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ, আহম্মেদ হুমায়ূন ও রাফি মোহাম্মদ।

‘রাগী’ পরিচালনা করবেন মিজানুর রহমান মিজান। তিনি দীর্ঘদিন শাহাদাৎ হোসেন লিটনের সহকারী হিসেবে কাজ করেছেন। তার ছবিতে অভিনয় করবেন আবির খান, অধরা খান, মিশা সওদাগর, সানি, রেবেকা প্রমুখ।

বাংলাদেশ সময় : ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।