ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

লতার অসুস্থতায় বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান স্থগিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, অক্টোবর ১৩, ২০১৬
লতার অসুস্থতায় বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান স্থগিত লতা মঙ্গেশকর

কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর বছরের পর বছর মুগ্ধ করছে শ্রোতাদের। হিন্দি ও অন্যান্য ভাষার মতো বাংলা গানেও তার অবদান অনেক।

এর স্বীকৃতিস্বরূপ তাকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

আগামী ২০ অক্টোবর মুম্বাইয়ে লতার বাড়িতে গিয়ে এ সম্মাননা প্রদানের কথা ছিলো। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়েছে। সারেগামা ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জানান, নভেম্বরে তাকে পুরস্কারটি দিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তবে লতা কী অসুখে ভুগছেন তা জানা যায়নি।

২০১১ সাল থেকে বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে এটি পেয়েছেন প্রয়াত সংগীতশিল্পী মান্না দে, নৃত্যগুরু অমলা শঙ্কর, সরোদশিল্পী আমজাদ আলি খান, শাস্ত্রীয়সংগীত শিল্পী অজয় চক্রবর্তী, লেখক মহাশ্বেতা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।