ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

বিয়েবার্ষিকীর দিন নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, অক্টোবর ১৩, ২০১৬
বিয়েবার্ষিকীর দিন নতুন গান সৈয়দ শহিদ

চট্টগ্রামের মেয়ে আফরোজার সঙ্গে কণ্ঠশিল্পী সৈয়দ শহিদের বিয়ের ১৪ বছর পূর্ণ হয় গত ১১ অক্টোবর। এদিন নতুন একটি গানে কণ্ঠ দিলেন তিনি।

তার সঙ্গে দ্বৈত কণ্ঠে এটি গেয়েছেন নদী।    

‘কি যাদু’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজনে মুশফিক লিটু। নতুন বছর উপলক্ষে এর মিউজিক ভিডিও প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান জিসান মাল্টিমিডিয়া।

‘এক জীবনে এত প্রেম’খ্যাত গায়ক শহিদ বললেন, ‘নতুন গানের কথাগুলো শুনে খুব ভালো লেগেছে। সুর-সংগীতায়োজনও হয়েছে চমৎকার। জিয়াউদ্দিন আলমের কথায় এর আগে গান করেছি, এবার তার সুরে গাইলাম। গানটির মধ্যে অনেক রোম্যান্স আছে। ’

২০০২ সালের ১১ অক্টোবর চট্টগ্রামের মেয়ে আফরোজাকে বিয়ে করেন শহিদ। তাদের সংসারে আছে দুই পুত্রসন্তান। সংগীতশিল্পীর পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী। তার ব্যান্ড দূরবীন তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয়।

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।