ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

টম ক্রুজ আবার স্টার সিনেপ্লেক্সে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, অক্টোবর ২০, ২০১৬
টম ক্রুজ আবার স্টার সিনেপ্লেক্সে!

‘মিশন ইম্পসিবল: রোগ নেশন’ মুক্তির এক বছরেরও বেশি সময় পর নতুন ছবি নিয়ে আবার দর্শকদের সামনে আসছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার এবারের ছবির নাম ‘জ্যাক রিচার: নেভার গো ব্যাক’।

এটি হলো ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জ্যাক রিচার’-এর দ্বিতীয় কিস্তি।

লি চাইল্ডের ‘নেভার গো ব্যাক’ উপন্যাস অবলম্বনে নতুন ছবিটি পরিচালনা করেছেন এডওয়ার্ড জুইক। আগের পর্বের মতো এতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। শুক্রবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এটি। একই দিন থেকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে চলবে ‘জ্যাক রিচার: নেভার গো ব্যাক’।  

অ্যাকশন থ্রিলারভিত্তিক ছবিটির গল্প আবর্তিত হয়েছে মার্কিন সৈন্যদের মৃত্যুর পেছনে একটি সরকারি ষড়যন্ত্রকে ঘিরে। বিশ্বাসঘাতকতার অভিযোগে আটক সেনাবাহিনীর মেজর সুসান টারনারের ঘটনা তদন্তে নামে জ্যাক রিচার। সে অভিযান চালায় নিজের পুরনো ইউনিটকে নির্দোষ প্রমাণের জন্য। ষড়যন্ত্রের জাল ভেদ করে প্রকৃত সত্য উদ্ঘাটনে মরিয়া হয়ে ওঠে জ্যাক।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।