ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নজরুলসংগীত শিল্পী পরিষদের ‘নজরুল মেলা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
নজরুলসংগীত শিল্পী পরিষদের ‘নজরুল মেলা’

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনের ‘নজরুল মেলা’র আয়োজন করেছে নজরুলসংগীত শিল্পী পরিষদ। বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় এর উদ্বোধন করবেন ফেরদৌসী রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুই নাতনি অনিন্দিতা কাজী ও খিলখিল কাজী।

 
 
মেলা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এতে নজরুলসংগীত শিল্পী নাশিদ কামাল, ফাতেমা-তুজ-জোহরা ও সুজিত মোস্তফাকে সম্মাননা জানাবে নজরুলসংগীত শিল্পী পরিষদ। সংগঠনটির চেয়ারম্যান ফেরদৌসী রহমান জানিয়েছেন, মেলার প্রথম দিন উৎসর্গ করা হচ্ছে শিল্পী আব্বাসউদ্দিন আহমেদকে। দ্বিতীয় দিন ফিরোজা বেগম ও সমাপনী দিনের আয়োজন উৎসর্গ করা হবে সোহরাব হোসেনকে।  
 
আব্বাসউদ্দিন আহমেদের রেকর্ড করা নজরুলের ৭০টি গান নিয়ে ‘ভুলিতে পারিনে তাই’ নামের সিডির প্রকাশনা হবে মেলায়। ফিরোজা বেগম ও সোহরাব হোসেনের রেকর্ড করা গান নিয়ে প্রকাশ হবে আরেকটি অ্যালবাম। এগুলো গেয়েছে নজরুলসংগীত শিল্পী পরিষদের ৬১টি জেলার শাখার শিশুশিল্পীরা।  
 
উদ্বোধনী আয়োজনে একক কণ্ঠে গাইবেন শাহীন সামাদ, ফেরদৌস আরা ও ইয়াকুব আলি খান। লুবনা মরিয়মের নৃত্য পরিচালনা ও সাধনার পরিবেশনায় থাকবে নৃত্যনাট্য ‘বাদল বরিষণে’। দ্বিতীয় দিন দলীয় নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল। গাইবেন ফাতেমা-তুজ-জোহরা, সুজিত মোস্তফা, সুমন চৌধুরী ও শহীদ কবির পলাশ।  
 
সমাপনী অনুষ্ঠানে নাচবে মুনমুন আহমেদের দল। আবৃত্তি করবেন সীমা ইসলাম। গাইবেন ইয়াসমিন মুশতারি, রওশন আরা সোমা, ডালিয়া নওশীন, আশীষ কুমার সরকার, বুলবুল মহলানবীশ ও রাহাত আরা গীতি। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নানান পরিবেশনায় মুখর থাকবে মেলা।  
 
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।