ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘ডেডপুল’ ছবির সিক্যুয়েলে টারান্টিনোকে পেতে পিটিশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, অক্টোবর ২৫, ২০১৬
‘ডেডপুল’ ছবির সিক্যুয়েলে টারান্টিনোকে পেতে পিটিশন

‘ডেডপুল’ ছবির দ্বিতীয় কিস্তি পরিচালনা করবেন না আগেরটিতে এ দায়িত্ব পালন করা টিম মিলার। তাই এবারের পর্বের পরিচালক হিসেবে কোয়েন্টিন টারান্টিনোকে পেতে পিটিশন তৈরি করেছে ভক্তরা।

দুইদিন আগে চালু হওয়া এ পিটিশনে এরই মধ্যে ১ হাজার ৭০০'রও বেশি স্বাক্ষর এসেছে। খবর হলিউড রিপোর্টারের।

ছবিটিতে এবারও নাম ভূমিকায় অভিনয় করবেন হলিউড তারকা রায়ান রিনোল্ডস। তার সঙ্গে মতের অমিল হওয়ার অভিযোগ এনে সিক্যুয়েল থেকে সরে গেছেন টিম মিলার।

পিটিশনটি চালু করা কার্ল চ্যাম্পিয়ন জুনিয়র নামের এক ভক্ত বলেছেন, ‘যে ছবির ১০০ কোটি ডলারের মতো ব্যবসা করার নিশ্চয়তা আছে, সেটাতে টারান্টিনোর কাজ করার সুযোগ থাকলে বাস্তবায়ন হওয়া উচিত। তিনি ‘কিল বিল’-এ যে আমেজ দিয়েছিলেন, ডেডপুলের সঙ্গে তা মানায়। ’’

কার্ল আরও মন্তব্য করেছেন, এ ছবিতে যে ধরনের সরস ও তীর্যক সংলাপ প্রয়োজন, টারান্টিনোর মতো আর কেউ তা যথাযথভাবে লিখতে পারবেন না। ‘ডেডপুল টু’ মুক্তি পাবে ২০১৮ সালের ১২ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জেএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।